শোভন মল্লিক, কলকাতা: আপাতত কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে রয়েছে অসহ্যকর গরম। গত তিন চার দিন ধরে চল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রা। সঙ্গে বেশ কিছু জেলায় তাপপ্রবাহ। অর্থাৎ একেবারে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে বঙ্গবাসী।
আপাতত চার পাঁচ দিন একই রকম পরিস্থিতি বজায় থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ৬ এবং ৭ জুন অত্যাধিক পরিমাণে তাপপ্রবাহ, সঙ্গে ৪০ ডিগ্রীর উপরে তাপমাত্রা থাকতে পারে।
এর মধ্যে কোনো স্বস্তির খবর পাওয়া যায়নি। কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় একই রকম পরিস্থিতি থাকবে।
বেশ কয়েকদিন বিকেলে বৃষ্টি সঙ্গে কালবৈশাখীর ফলে স্বস্তি অনুভব করছিল কলকাতা বাসী। সেই স্বাদ আস্বাদন করবার সুযোগ আপাতত নেই । তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও ।
বেশ কয়েক জায়গাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানাচ্ছে, কাল খুব হালকা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে।
আপাতত স্বস্তির মুখ দেখতে পাবে না উত্তরবঙ্গও। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে।
দার্জিলিং ও কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও চলবে গরমের দাপট। অর্থাৎ দুই বঙ্গ জুড়েই এখন থাকবে অস্বস্তিকর পরিস্থিতি।