পুজোর আর বেশিদিন বাকি নেই। বড় পুজো কমিটি গুলির মন্ডপ গুলিতে শেষ পর্যায়ের কাজ চলছে। মৃতশিল্পীরাও দিন রাত জেগে মৃন্ময়ী মায়ের রুপদানে ব্যাস্ত। কিন্তু ঠিক এই সময়েই ঘটে গেল এক অঘটন।
উত্তর কোলকাতার অন্যতম বিখ্যাত মহম্মদ আলি পার্কের পুজো প্যান্ডেল খুলে ফেলতে হল, কলকাতা করপোরেশনের আদেশে।
সমস্যা হল – কলকাতা করপোরেশনের মতে, ঠিক যে জায়গায় মহম্মদ আলি পার্কের পুজো অনুষ্ঠিত হয় সেখানেই মাটির নিচেই রয়েছে বৃটিশ আমলে তৈরি একটি জলাধার। দর্শনার্থীদের চাপে তা যখন তখন ভেঙে পড়তে পারে এবং তাতে সাধারন মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি। গত বছর ও এই একই কারনে এই পুজো এই স্থানে না করে একটু পাশে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
ইতিমধ্যেই কর্পোরেশনের আদেশে পুজা মন্ডপে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, শুরু হয়েছে দ্রুত প্যান্ডেল খোলার কাজ। হাতে সময় কম তাই এবারও পাশেই একটি ২০ ফুটের প্যান্ডেল নির্মাণ করে পুজো করা হবে এমনই সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ আলি পার্ক সার্বোজনীন পুজা কমিটি।