প্রযোজক অজন্তা সিনহা রায় আজ সোমবার অপরাহ্ন এ কলকাতা প্রেস ক্লাব এ একটি প্রেস কনফারেন্স এ সাংবাদিক দের মুখোমুখি হন। সম্প্রতি ‘ শিবপুর ‘ফিল্ম টি নিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছে যেখানে পরিচালকের বিতর্কিত ব্যবহার নিয়ে কথা উঠেছে যেখানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির বিশিষ্ট অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এর নাম জড়ানো হয়েছে।
বিষয় টি বিবদমান দুই পক্ষ কে বসিয়ে একযোগে ইস্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার্স (Eimpa ) এর মধ্যস্ততায় একটি সমাধান সূত্র তৈরি হয়েছে। পাশাপাশি এই ফিল্ম কে কেন্দ্র করে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানান এই ছবির বিশিষ্ট প্রযোজক শ্রীমতি অজন্তা সিনহা রায়।
সঙ্গে উপস্থিত ছিলেন ছবিটির সংগীত পরিচালক অমিত চট্টোপাধ্যায় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। মূলত পরিচালক অরিন্দম বাবুর ওপর বিশ্বাস করেই এই দম্পতি বাংলায় ফিল্মে লগ্নি করতে মনস্থ করেন। কিন্তু অত্যন্ত অপ্রাসঙ্গিক ভাবে বেশ কিছু বিভ্রান্তি কর অবস্থার সৃষ্টি হয়। এ নিয়ে আইনের পথে হাঁটতে হয় এই প্রযোজক কে। আপত্তিকর নানা মন্তব্যে রীতিমত বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী। EIMPA এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই পক্ষ কে নিয়ে একটি সমাধান সূত্র তৈরি করে। ছবিটির ডাবিং শেষ। মুক্তি আসন্ন। স্বস্তিকা মুখোপাধ্যায় ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়. মমতা শঙ্কর, রজতাভ দত্ত প্রমুখ।
প্রযোজকের প্রার্থনা সুষ্ঠু ভাবে মুক্তি পাক ছায়াছবি ‘শিবপুর ‘