অম্বিকা কুন্ডু | কলকাতা, ২৩ শে আগস্ট ২০২৪
আর জি কর কাণ্ড কে ঘিরে প্রতিবাদে নেমেছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি। এরূপ পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে একটি ভাইরাল ভিডিও কে নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তির।
গত ১৭ই আগস্ট সামাজিক মাধ্যমগুলিতে জনপ্রিয়তা পায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর একটি ভিডিও। সেই ভিডিওতে তিনি জানান সাত দিনের মধ্যে কিছু না হলে তিনি রাস্তায় নামবেন। এর সাথে এক্স হ্যান্ডেল আইডি ‘হু এম আই’ নামক একটি একাউন্ট থেকে ভাইরাল হয় একটি অডিও সেই অডিওতে একটি পুরুষ কণ্ঠে শোনা যাচ্ছে “আমি এখন কিছু বলছি না, শুধু সেটআপ করছি। কিছু বলার আগে আমাকেও জানতে হবে, আমি কি বলবো। আমরা জানি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। কারণ শব্দ যদি অর্থহীন হয় তাহলে কাজের উদ্দেশ্য পূরণ সম্ভব নয়।”
https://twitter.com/i/spaces/1BRKjwOPjwVGw
১৪ই আগস্ট গোটা রাত জুড়ে চলছিল প্রতিবাদ মিছিল ঠিক তারপরেই অরিজিৎ সিং এর একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। সেই ভিডিওতে তিনি বলছেন “ফেসবুক,ইনস্টাগ্রাম টুইটার করে কিন্তু কিছু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছ? (সেই উত্তরে সব্বাই সব্বাই শুনে) থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ইভেন্ট অ্যামিগোজ আর আমাদের ট্রাস্ট লেট দেয়ার বি লাইট। প্রচুর সহযোগিতা চাই আপনাদের আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম। অ্যান্টি-রেপ । থ্যাংক ইউ সো মাচ।”