Advertise your brand here -Contact 7603043747 (Call & Whatsapp)

আরও একবার দেশের সবচেয়ে নিরাপদ শহরের স্বীকৃতি পেল কলকাতা।

Table of Contents

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share Our Blog :

Facebook
WhatsApp

আজ কিছুক্ষণ আগেই কোলকাতা পুলিসের ফেসবুক পেজ থেকে জানানো হয় ।

লক্ষ্য, অপরাধ মুক্ত কলকাতা
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী আরও একবার দেশের সবচেয়ে নিরাপদ শহরের স্বীকৃতি পেল কলকাতা। এই নিয়ে গত চার বছরের মধ্যে তিন বছর ভারতের সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেল আমাদের তিলোত্তমা, ২০১৯ বাদে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো প্রকাশিত ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় গুরুতর অপরাধের হার ভারতের অন্যান্য শহরের তুলনায় অনেকটাই কম।
সারা দেশে যে সব শহরের জনসংখ্যা ২০ লক্ষের বেশি, সেগুলিতে সংঘটিত অপরাধের হার যাচাই করে এই রিপোর্ট প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। রিপোর্ট অনুযায়ী, কলকাতায় সামগ্রিক অপরাধের হার ১০৩.৪। প্রতি এক লক্ষ জনসংখ্যা পিছু সংঘটিত অপরাধের ভিত্তিতে ঠিক করা হয় এই হার। গত বছর কলকাতার ক্ষেত্রে এই হার ছিল ১২৯.৫।
আরও উল্লেখযোগ্য হল কলকাতায় ক্রমাগত কমতে থাকা ভারতীয় দণ্ডবিধির আওতাভুক্ত অপরাধের হার, যা প্রায় কোনও শহরেই নজরে পড়ে না। কলকাতায় ২০২১-এ এই হার কমে হয়েছে ৯২.৬, যা ২০২০ সালে ছিল ১০৯.৯, ২০১৮ সালে ১৩৯.৫, ২০১৭ সালে ১৪১.২, এবং ২০১৬ সালে ১৫৯.৬।
নারীদের নিরাপত্তা ও সুরক্ষাতেও গোটা দেশের মধ্যে ফের সবার আগে কলকাতা। রিপোর্ট অনুযায়ী, দেশের ১৯টি বড় শহরের অনুপাতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের তালিকায় একেবারে শেষ স্থানে আমাদের শহর। ২০২০ সালে কলকাতায় শ্লীলতাহানির ঘটনা ঘটে ১৬০টি, যা ২০২১-এ কমে হয়েছে ১২৭, দেশের অন্যান্য শহরের তুলনায় যা চোখে পড়ার মতো কম। দিল্লিতে সংঘটিত শ্লীলতাহানির সংখ্যা ১০২৩, মুম্বইতে ৬৪৪। ধর্ষণের নিরিখে ২০২০-র পরিসংখ্যান অপরিবর্তিত রাখতে সক্ষম হয়েছে কলকাতা, এবং এই তালিকায় সর্বশেষ দুই স্থানে রয়েছে কোয়েমবাতুর এবং কলকাতা, ধর্ষণের সংখ্যা যথাক্রমে ১১ ও ১২।
আবারও একবার কমেছে খুন বা খুনের চেষ্টার মতো অপরাধ। ২০২০ সালে কলকাতায় খুনের ঘটনা ঘটেছিল ৫৩টি, যা ২০২১-এ কমে হয়েছে ৪৫, যেখানে দিল্লি ও মুম্বইতে খুনের সংখ্যা যথাক্রমে ৪৫৪ এবং ১৬২। কলকাতায় যেখানে খুনের চেষ্টার ঘটনা ঘটেছে ১৩৫টি, দিল্লি ও মুম্বইতে এই সংখ্যাই যথাক্রমে ৭৫২ এবং ৩৪৯।
এই পরিসংখ্যান আমাদের কাছে যথেষ্ট স্বস্তিদায়ক। তবে আত্মতুষ্টির জায়গা নেই। শহরের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আরও সুদৃঢ় করে তোলা হচ্ছে পরিকাঠামো। নজরদারি বাড়ানো হয়েছে। শক্তিশালী হয়েছে প্রযুক্তি প্রহরাও। কলকাতাকে বিপদ-মুক্ত রাখার জন্য আমাদের একাধিক বাহিনী সবসময় প্রস্তুত। এরই পাশাপাশি, সচেতনতা গড়ে তোলার জন্য একাধিক উদ্যোগ ও প্রচারও জারি রেখেছি আমরা। সাধারণ নাগরিকদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও নিবিড় হচ্ছে রোজ।
কলকাতাকে সম্পূর্ণ অপরাধমুক্ত করাই আমাদের লক্ষ্য। অনুরোধ, পাশে থাকুন।
সূত্র ঃ</div>

More Related Articles

বিনোদন জগত

Zee Bangla উপস্থাপন করছে ‘সোনার সংসার ২০২৫’ – ২৫ বছরের গৌরবময় যাত্রার উদযাপন এক ঝলমলে সন্ধ্যায়

কলকাতা, ১২ই মার্চ, ২০২৫: বাংলা বিনোদনের শীর্ষস্থানীয় চ্যানেল Zee Bangla এবার তার ২৫ বছরের গৌরবময় যাত্রা উদযাপন করতে চলেছে ‘সোনার সংসার ২০২৫’-এর মাধ্যমে। এই মহাধারার রাত্রি এক মহা উৎসবে রূপ নেবে, যেখানে থাকবে মনোমুগ্ধকর পারফরম্যান্স, আবেগঘন মুহূর্ত এবং বাংলা বিনোদন জগতের প্রতি এক অসীম শ্রদ্ধার্ঘ্য।

Read More »
Featured News

আজ আমাদের ন্যাড়াপোড়া…. জানেন কি ? এই ন্যাড়া পোড়ার পিছনের পৌরাণিক কাহিনী

বাংলার লোকসংস্কৃতির অন্যতম আকর্ষণীয় উৎসব হলো ন্যাড়া পোড়া। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এই উৎসবটি বেশ জনপ্রিয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে অনুষ্ঠিত এই উৎসব মূলত হোলিকা দহন বা হোলি পূর্ণিমার একটি অংশ। তবে বাংলার মাটিতে এটি কিছুটা ভিন্ন আঙ্গিকে পালিত হয়। কিন্তু, এই ন্যাড়া পোড়ার পেছনে রয়েছে এক গভীর পৌরাণিক কাহিনী। চলুন জেনে নেওয়া যাক এই উৎসবের ঐতিহ্য ও ইতিহাস।

Read More »
EDITOR PICKS

নেট দুনিয়া এখন জমজমাট “ভার্চুয়াল দোল” নিয়ে! রঙের উচ্ছ্বাস এবার ডিজিটাল স্ক্রিনে

দোলযাত্রা বা হোলি, যা রঙের উৎসব হিসেবে পরিচিত, এবার এক নতুন মাত্রা পেয়েছে ডিজিটাল দুনিয়ায়। সারা বিশ্বের নেটিজেনরা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভার্চুয়াল দোল খেলায় মেতে উঠেছে। কেউ ডিজিটাল ফিল্টার ব্যবহার করে নিজেকে রঙিন করছে, কেউ আবার ভার্চুয়াল স্টিকার ও জিআইএফ শেয়ার করে বন্ধুবান্ধবদের শুভেচ্ছা জানাচ্ছে।

Read More »
Featured News

Windows Productions-এর “আমার বস” সিনেমার প্রথম গান “বসন্ত ডেকেছে আমাকে” মুক্তি পেলো রঙিন হোলি পার্টির মাধ্যমে

Windows Productions তাদের বহু প্রতীক্ষিত সিনেমা “আমার বস”-এর প্রথম গান “বসন্ত ডেকেছে আমাকে” আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এই মনোমুগ্ধকর গানটি তারুণ্য, নবজীবন এবং বসন্তের আনন্দকে উদযাপন করে। গানটির উদ্বোধন হয় Soul The Sky Lounge-এ, যেখানে হোলি-থিমযুক্ত পার্টির মাধ্যমে উৎসবমুখর এক পরিবেশ তৈরি করা হয়েছিল। অতিথিদের জন্য ছিল লাইভ চাট কাউন্টার, সুস্বাদু কাবাব, মুচমুচে জিলিপি, এবং রাজস্থানি রাবড়ি-ঠান্ডাই, যা পুরো অনুষ্ঠানে উষ্ণতা, উদ্দীপনা ও উৎসবের আবহ সৃষ্টি করেছিল।

Read More »
বিনোদন জগত

SVF Alpha-i এবং Chorki উপস্থাপন করছে শিহাব শাহীন পরিচালিত ঈদ ২০২৫-এর চমকপ্রদ সিনেমা দাগী, অভিনয়ে আফরান নিশো

সম্প্রতি প্রকাশিত টিজার আমাদের প্রথম ঝলক দেখিয়েছে এক অনন্য প্রতিশোধ ও নিয়তির কাহিনির— শিহাব শাহীন পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা দাগী, যা প্রযোজনা করেছে SVF Alpha-i

Read More »
বিনোদন জগত

Hoichoi-তে ‘Dainee’ টিমের এক্সক্লুসিভ আড্ডা !

Hoichoi তার আসন্ন সারভাইভাল থ্রিলার ড্রামা ‘Dainee’-এর অভিনয়শিল্পী ও টিমের সঙ্গে একটি বিশেষ আলোচনাসভা আয়োজন করেছিল। এই ইভেন্টে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায় জানজিন, পরিচালক নির্ঝর মিত্র, সহ-অভিনেতা বিশ্বজিৎ দাস, সুজিত কুমার বর্মন, শায়ক রায় এবং অন্যান্য কলাকুশলীরা।

Read More »
error: Content is protected !!