অম্বিকা কুন্ডু, কলকাতা
CFSL বিশেষজ্ঞরা ডিএনএ বিভিন্ন প্রোফাইল পরীক্ষা করে জানিয়েছেন আর জি করের নির্যাতিতা গণধর্ষিতা নয়। ঘটনার স্থল থেকে উদ্ধার করা সমস্ত জিনিসের সঙ্গে সঞ্জয় রায় এর ডিএনএ মিলে গেছে।
সিবিআই এর মধ্যে শতাধিক স্টেটমেন্ট রেকর্ড ও ১০ এর অধিক পলিগ্রাফ টেস্ট করেন যাতে সন্দীপ ঘোষ রয়েছে।
এই ঘটনার পর এক্স হ্যান্ডেল এ লেখালেখি করে তৃণমূল। তাদের দাবি ২৪ দিনে যে কথা সিবিআই বলছে সেই কথা কলকাতা পুলিশ ঘটনা ঘটার ২৪ ঘন্টার মধ্যেই জানিয়ে দিয়েছিল। সঞ্জয় রায় একমাত্র দোষী। বিজেপি এ সব চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে।
এবং চট জলদি নতুন চার্জশিট তৈরি করার দাবি তুলেছে কারণ তা না হলে নির্যাতিতার সঙ্গে অবিচার করা হবে।
অবশ্য পলিগ্রাফ টেস্টে সঞ্জয় রায় জানান ৯ই আগস্ট রাত্রে সেমিনার রুমে ঢুকেই তিনি অবহাকে অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এরপর আতঙ্কিত হয়ে সে সেখান থেকে বেরিয়ে আসে। এই কথায় পাল্টা প্রশ্ন করা হয় তবেই সে কথা কেন কলকাতা পুলিশকে জানানো হয়নি? এর উত্তরের সঞ্চয় জানায় উনি ভয় পেয়েছিলেন যদি তাকে কেউ বিশ্বাস না করে।