এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ তথা দেশ ও অন্তর্জাতিক দেশেও আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া মহিলা চিকিসকের নারকীয় ধর্ষণ ও হত্যার কারণে সকলেই বেশ উত্তেজিত। পৃথিবীর সকল ও সর্ব স্তরের মানুষ এই ঘটনার নিন্দা করে পথে নেমেছেন ও একই সাথে সুবিচারের দাবি তুলেছেন। প্রতিবাদী মিছিল প্রায় বন্ধ করাই যাছে না। যার ফলে একই সাথে জনগণ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল কে সুবিচার না পেলে পদত্যাগ করার দাবিও জানিয়েছেন। ঘরে, বাইরে, চায়ের দোকানে, সামাজিক মাধ্যমে এখন একটাই দাবি we want justice
কিন্তু ব্যতিক্রম সব জায়গাতেই থাকে। আজ সকালে ধরমতলার একটি বাসে জনৈক পুরুষ যাত্রী আর জি কর কাণ্ডের বিরোধিতা না করে সমর্থন করে বলতে থাকেন ” কি দরকার ছিলো সরকারী মেডিকেল কলেজে ডাক্তারী পড়ার?? কেন এতো মিছিল? এসব বাড়াবাড়ি… ইত্যাদি ” এই বক্তব্যগুলি ছিলো মূলত মহিলা যাত্রীদের উদ্দেশ্য করে। এর পরেই বাসের মধ্যে থাকা মহিলা যাত্রীরা প্রতিবাদ শুরু করেন, পরে অন্য পুরুষ যাত্রীরাও প্রতিবাদ শুরু করেন। শুরু হয় ধস্তাধস্তি। বাসের সকল যাত্রীরা ওই পুরুষ যাত্রীকে বাস থেকে নামিয়ে দেবার দাবী তোলেন।। কিছুক্ষনের মধ্যেই এক কর্তব্যরত ট্রাফিক পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে বাস থেকে নামিয়ে নিয়ে যান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।