অম্বিকা কুন্ডু | কলকাতা, ২২ শে আগস্ট ২০২৪
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমুদ্রগর্ভ চিরে ধেয়ে আসছে ভয়ংকর এক ঝড় যার নাম কর নিয়ে রয়েছে বিতর্ক । এটি অবিশ্বাস্য গতিতেই দানবের ন্যায় ছুটে আসছে ।
আর জি কর নিয়ে ঝড় এখনো সামনে ওঠা হয়নি এর মধ্যেই আগামী ২৪ ঘন্টার মধ্যে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর ঝড়। যার গতি ঘন্টায় ১১০ মাইল এখনো পর্যন্ত এটি হাওয়া এর হিরো থেকে ২০০৬০ মাইল দক্ষিণ পূর্বে অবস্থান করছে ঘন্টায় সাত মাইল বেগে সরে আসছে বলে জানা যাচ্ছে। এটি হারিকেনের জোরালো বাতাসের ন্যায় প্রতি ঘন্টায় ৭৪ মাইলেরও বেশি গতিসম্পন্ন এবং এটি ঝড়ের কেন্দ্র থেকে 30 মাইল ব্যাসের মধ্যে ঘূর্ণমান।
সাধারণত এই গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের শক্তি ঘন্টায় ৩৯মাইল থেকে ৭৩ মাই ল পর্যন্ত ঘোরাফেরা করে তবে এখন এটি বেড়ে ১২৫ মাইল প্রতি ঘন্টা হতে পারে।
এই ঝড়ের নাম নিয়ে বিতর্ক থাকার কারণে এটির প্রকৃতিগত দিক থেকে যদি গ্রীষ্মমন্ডলীয় শক্তি থাকে এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থান করে থাকলে এর নাম হবে ‘হেক্টর’, আর মধ্য প্রশান্ত মহাসাগরে সরে গেলে এর নাম হবে ‘হোন’।
এই ভয়ংকর ঝড়ের নাম যাই হোক না কেন এই ঝড় কি ডেকে আনবে মহাপ্রলয়? এখন শুধু সময়ের অপেক্ষা , সময় এর উত্তর জানিয়ে দেবে।