সমাজের প্রতিটা স্তরের মানুষ সামিল হচ্ছেন এই প্রতিবাদ মিছিলে। আর জি কর কান্ড হবার পর থেকেই বাংলা অশান্ত হয়ে উঠেছে। যার রেশ এখন জেলা গ্রাম শহর রাজ্য ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। গোটা বিশ্বের চোখ এখন বাংলার দিকে। গোটা পৃথিবীবাসী কলকাতার অভয়ার বিচার চাইছেন।
গতকাল সন্ধ্যায় দত্ত পুকুরের ছোট জাগুলিয়ার সাধারণ মানুষের উদ্যোগে, আর জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিল করা হয়। কিন্তু এই মিছিল ছিল একেবারেই নিয়মমেনে। মৌমিতা সরকার এর প্রাথমিক উদ্যোগে সামিল হন আত্রেয়ী দত্ত, পূজা ব্যানার্জী, মৌসুমী বিশ্বাস, মানব সরকার, সন্তু মাইতি, ইন্দ্রজিৎ ব্যানার্জী, গৌরব বোস, বিশ্বনাথ দত্ত ও পার্থ ঢালী এর পরে দেখতে দেখতে ছোট জাগুলিয়ার প্রায় ৪০০ থেকে ৫০০ সাধারণ মানুষ সামিল হয়ে যান। যেখানে ১ বছরের শিশু থেকে ৭০ বছরের প্রবীণ নাগরিকও ছিলেন। সকলের একটাই দাবি “we want justice” কলকাতার অভয়ার বিচার chai, ধর্ষণকারীর শাস্তি চাই।
শান্তিপূর্ণ ও একবারেই অরাজনৈতিক এই প্রতিবাদ মিছিল আয়োজন করার আগে স্থানীয় মানুষে দত্ত পুকুর থানা কেও লিখিত ভাবে অবগত করেছিলেন। মিছিল শুরু হয় রাত সাড়ে ৭ টায়, দত্ত পুকুর ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে, ছোট জাগুলিয়া প্রাথমিক হাসপাতাল হয়ে ছোট জাগুলিয়া বিডিও অফিসের সামনে রাত ১০টা নাগাদ এই প্রতিবাদ মিছিল শেষ হয়। উল্লেখ যোগ্য বিষয় হলো, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ থাকলেও ছোট জাগুলিয়া প্রাথমিক হাসপাতালের সামনে দিয়ে প্রতিবাদ মিছিল এগিয়েছিল নীরবতা পালন করে যাতে প্রাথমিক হাসপাতালের রোগীদের অসুবিধা না হয়। সকলের হাতেই ছিলো প্রতিবাদী পোস্টার ও মোমবাতি।
এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের প্রশংসা করছেন দত্ত পুকুর থানার আই সি সুজিত কুমার দে। তিনি স্থানীয় নাগরিকদের প্রতিশ্রুতি দিয়েছেন যে এলাকায় মেয়েদের স্কুল গুলির সামনে সমাজ বিরোধী বা ইভ টিজারদের দৌড়াত্ম তিনি বন্ধ করে দেবেন।
ছোট জাগুলিয়া অঞ্চলের মানুষ শান্তিপূর্ণভাবে মিছিলের মাধ্যমে প্রশাসনের উচ্চস্তরে এই দাবি জানাতে বদ্ধপরিকর যে তারা চায় দোষী দের খুঁজে শাস্তি দেওয়া হোক।