Home » আহারে বাহারে: চন্দন পুকুরে জমজমাট খাদ্য মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা

আহারে বাহারে: চন্দন পুকুরে জমজমাট খাদ্য মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা

আহারে বাহারে: চন্দন পুকুরে জমজমাট খাদ্য মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা

গত ৫ই ডিসেম্বর থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত চন্দন পুকুর এনসিএসি ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য খাদ্য মেলার, যার নাম দেওয়া হয়েছিল “আহারে বাহারে খাদ্য মেলা”। এই মেলার মূল উদ্যোক্তা ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের সম্মানীয় পৌর পিতা, মাননীয় জয়দীপ দাস। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক মাননীয় রাজ চক্রবর্তী এবং লোকসভার সাংসদ মাননীয় পার্থ ভৌমিক। তাঁদের সঙ্গে ছিলেন আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

মেলায় হরেক রকমের স্বাদ
এই মেলায় নানা ধরনের খাদ্যের স্টল বসানো হয়েছিল, যেখানে দেশি থেকে বিদেশি খাবার— সবকিছুই উপলব্ধ ছিল। প্রতিটি স্টলেই ছিল ভিন্ন ভিন্ন স্বাদের বাহার। শিশু থেকে বয়স্ক, সবাই মেলার খাবারের স্বাদ নিয়ে মুগ্ধ হয়েছেন।

সাংস্কৃতিক সন্ধ্যার রঙিন পর্ব
খাদ্য মেলার প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের। এরই এক সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য বাউল সংগীতশিল্পী মাননীয় কার্তিক দাস বাউল। তাঁর সুরেলা কণ্ঠ আর ঐতিহ্যবাহী গান মুগ্ধ করে দিয়েছিল উপস্থিত সকল দর্শককে। তাঁর গান আর মঞ্চ পরিবেশনা মেলার সাংস্কৃতিক পরিবেশকে নতুন মাত্রা দিয়েছিল।

“আহারে বাহারে খাদ্য মেলা” শুধু খাওয়া-দাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটি ছিল স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার এক অনবদ্য উদ্যোগ। খাবারের বৈচিত্র্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে এই মেলা হয়ে উঠেছিল এলাকার মানুষের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!