করোনা কালের শুরু থেকেই দ্যা ইন্ডিয়ান ক্রনিকেলস মানুষের সাথে এবং মানুষের পাশে থেকে কাজ চলেছে। সংবাদ পরিবেশন করা ছাড়াও, পিছিয়ে পড়া মানুষ দের সামনে এগিয়ে আনতে এবং আপামর বাংলার মানুষ কে মনোরঞ্জন দিতে আয়োজন করে নানান অনুষ্ঠানের। ইতিমধ্যেই আসন্ন শারদ উৎসব উপলক্ষ্যে শুরু হয়েছে নানান অনুষ্ঠান।
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/09/367484664_264346446354485_2618175092788230368_n-1024x683.jpg)
প্রতি বারেরে মতো এবারও কলকাতা ও হাওড়া শহরের সার্ব্বজনীন ও আবাসনের পুজো গুলিকে সম্মানিত করার জন্য আয়োজন হয়েছে “শ্রেষ্ঠ শারদ সম্মান” যে খানে বারোয়ারী পুজো গুলির মধ্যে বেছে নেওয়া হবে শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ মন্ডপ সহ শ্রেষ্ঠ ঢাক শিল্পীদের। পাশাপাপাশি বনেদি বাড়ির পুজো গুলিকেও সম্মানিত করা হবে। এই সাম্মানিক অনুষ্ঠান কে ঘিরেই শুরু হয়েছে আগমনী ব্যানার শুট যা গোটা শহর জুড়ে প্রচারে থাকবে পুজোর কটা দিন।
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/09/WhatsApp-Image-2023-08-01-at-12.38.07-PM-1-1024x576.jpeg)
ছোট থেকে বড়, সব মিলিয়ে বহু মানুষ আনন্দের সাথে সেই শুটে অংশ গ্রহন করেছেন। এছাড়াও এবার থাকছে আরো দুটি নতুন অনুষ্ঠান। আয়োজন করা হয়েছে শারদ সুন্দরী-র। এই অনুষ্ঠানে বেছে নেওয়া হবে এ বছরের শ্রেষ্ঠ শারদ সুন্দরীদের। এখানে প্রতিযোগীদের ফ্যাশন দুনিয়া সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছেন কলকাতার প্রখ্যাত মডেল সিলভিয়া সাহা। আপনারাও চাইলে আমাদের আগমনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। বিশদ জানতে ফোন করতে পারেন – ৭৬০৩০ ৪৩৭৪৭ ফোন নম্বরে।
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/09/ANANYA-SOMMAN-23.jpg)
এছাড়াও মহিলা উদ্যোগীদের সম্মান জানাতে আয়োজন করা হচ্ছে অনন্যা সম্মান ২০২৩। যেখানে সেই সব মহিলা উদ্যোগী করোনা কালের পরে ক্ষুদ্র বানিজ্যিক প্রতিষ্টানে তৈরী করে সাফল্যের পথ খুঁজে পেয়েছেন। এই সব কিছু আয়োজনের মধ্যে কেন বাদ যাবে অমাদের পরিবারের ছোট সদস্যরা? তাই তাদের জন্য ছিল এই বিশেষ আয়োজন।
আজ সমগ্র বিশ্ব জুড়ে পালিত হচ্ছে “জন্মষ্টমী”উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মতিথিই হিন্দু ধর্মের অন্যতম উৎসব। জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র বাংলা থেকে ও বাংলার বাইরে থেকে মোট ৪২ জন শিশু এই অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, যা আমাদের কাছে নিঃসন্দেহে গর্বের বিষয়।। প্রতিযোগীদের মধ্যে সকলেই পুরস্কারের জন্য যোগ্য। বিচার করাটা খুব একটা সহজ ছিলনা। কিন্তু প্রতিযোগিতা শেষ করতে হলে বিচারপর্ব শেষ করতে হবে বিজয়ী ঘোষনার মধ্য দিয়েই।
প্রতিযোগীদের মধ্যে থেকে জনগনের পছন্দ অনুযায়ী ও বিচারকদের পছন্দ অনুযায়ী যারা বিজয়ী হলেন, তারা হলেন –
GROUP – A | UPTO 5 YRS
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/09/370238502_271957215593408_5431106081535868647_n.jpg)
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/09/WhatsApp-Image-2023-08-26-at-3.15.25-PM-893x1024.jpeg)
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/09/WhatsApp-Image-2023-08-29-at-12.17.12-AM-768x1024.jpeg)
GROUP – B | UPTO 10 YRS
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/09/369793015_269491642506632_5619102447699105503_n.jpg)
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/09/370430826_269492675839862_1358851803304844302_n.jpg)
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/09/IMG-20230818-WA0009-PRATIMA-PRAMANICK-681x1024.jpg)
GROUP – A | UPTO 5 YRS | JUDGES CHOICE
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/09/370367095_271961745592955_479081743638769825_n.jpg)
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/09/375071350_273626008759862_7883118647105497622_n-1.jpg)
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/09/WhatsApp-Image-2023-08-28-at-4.41.08-PM.jpeg)
GROUP – A | UPTO 5 YRS | JUDGES CHOICE
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/09/369972775_269818782473918_5468692110747004504_n.jpg)
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/09/WhatsApp-Image-2023-08-23-at-4.40.02-PM.jpeg)
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2023/09/WhatsApp-Image-2023-08-28-at-12.41.10-PM-769x1024.jpeg)
আমাদের তরফ থেকে সকল প্রতিযোগী ও পাঠক পাঠিকা দের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইলো।