শোভন মল্লিক, কলকাতা : সংগীত শিল্পী ইমন তার শো-এর একটি ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে । কিন্তু এই ভিডিও আর পাঁচটা শো-এর ভিডিওর থেকে অনেকটা আলাদা । ইমনের প্রতি মানুষের ভালোবাসা এবং সঙ্গীতপ্রেমীদের গানের উপর শ্রদ্ধা ফুটে উঠেছে সেখানে ।
হলদিয়া কলেজে ইমন একটি গানের শো করতে যান । কিন্তু সেই শো চলাকালীন বাইরে ঝড় বৃষ্টির কারণে সমস্ত বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু শো-এ তার প্রভাব এতটুকুও পড়তে দেয়নি তার অনুরাগীরা। সেই মুহূর্তে দেখা যায় সারা হল মোবাইলের ফ্ল্যাশের আলোয় ভরে উঠেছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল এক ঝাঁক জোনাকি যেন আলোয় ভরিয়ে দিয়েছে অন্ধকার স্থানটাকে। এই ভিডিও দেখে নেটিজেনরা বাকরুদ্ধ হয়েছে । সঙ্গে ইমানের গানের প্রশংসায় পঞ্চমুখ সকলে।
ইমন তার এই অভিনব অনুভূতি সম্পর্কে সোশ্যাল মিডিয়ার ভিডিও দিয়ে লেখেন : হলদিয়া কলেজের প্রোগ্রামে আমার “পাখিদের স্মৃতি” গানের মাঝেই হঠাৎ বাইরে প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায় আর তার সাথে অফ হয়ে যায় কারেন্ট। গোটা অডিটরিয়াম যখন অন্ধকারে আচ্ছন্ন, সেই সময় দর্শকরা যখন মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে তার শিল্পী কে আলো দেয়, এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কিছু হতে পারেনা একজন শিল্পীর কাছে। যেকোনো গানকে তার প্রাপ্য স্থানে পৌঁছে দিতে প্রতিটি দর্শকের একটা ভূমিকা থেকে। প্রত্যেকের যে “পাখিদের স্মৃতি” গানটা ভালো লেগেছে সেটা আমাকে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। এরম ভাবেই প্রত্যেকটি শিল্পী যানো তাদের দর্শকের কাছে এই ভালোবাসা পায় ।
অর্থাৎ বোঝাই যাচ্ছে ইমন একটি সংগীত শিল্পী হিসেবে শুধু জাতীয় পুরস্কার পেয়েছেন এমন নয়। মানুষের মনে অনেকখানি জায়গা করে নিয়েছেন এটাও প্রমাণ হয়েছে বারংবার। একটি সংগীত শিল্পী হিসেবে এটাই তো সর্বশ্রেষ্ঠ পুরস্কার। সত্যিই তো একটি শিল্পীর কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কি বা হতে পারে।