সম্প্রতি, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত এক বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত ছিল কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। এই অনুষ্ঠানের বিষয় ছিল শ্রেষ্ঠত্ব, অন্তর্ভুক্তি, এবং ক্ষমতায়নের লক্ষ্যে ভারত-কানাডা’র উচ্চশিক্ষার অংশীদারি ও সহযোগিতা।
পড়ুয়া ও অধ্যাপকদের পাশাপাশি বক্তৃতা অনুষ্ঠানে অংশ নেন কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রনডা লেন্টন।
এই বক্তৃতা সভা রূপায়ণে মূল উদ্যোগ নেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. সুরঞ্জন দাস। অন্যদিকে, বিশ্বব্যাপী শিক্ষাগত সহযোগিতার যে গুরুত্ব, তা নিজের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. সমিত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ও.পি.জিন্দাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. সি. রাজ কুমার।
এই সহযোগিতা ও অংশীদারি গঠনের মূল উদ্দেশ্য শিক্ষামূলক তথ্যের আদান-প্রদানের শক্তি বৃদ্ধি করা, গবেষণার যৌথ সহযোগিতায় উৎসাহ দেওয়া এবং ভারত ও কানাডার শিক্ষাকেন্দ্রগুলিতে দুই দেশের পড়ুয়াদের অবাধ যাতায়াত নিশ্চিত করা।
এই অংশীদারিত্ব ভবিষ্যতে এমন কিছুরদূরদর্শী ব্যক্তিত্ব গড়ে তুলতে মুখ্য ভূমিকা গ্রহণ করবে, যাঁরা আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নজির গড়তে সক্ষম হবে