Advertise your brand here -Contact 7603043747 (Call & Whatsapp)

এই উন্নত ভারতে, পুত্র সন্তান কামনায় স্বেচ্ছায় তিহাড় জেলে যেতেও রাজী বেশ কিছু ভারতীয় নারী।

Table of Contents

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share Our Blog :

Facebook
WhatsApp

ভারতের বর্তমান উন্নয়ন বেশ চোখে পড়ার মতো। প্রায় সব ক্ষেত্রেই ভারত এখন বেশ এগিয়ে আছে। আর্থিক উন্নয়ন যথেষ্ট হলেও তা আজও বেশ বিতর্কিত। তবে একটা কথা স্বীকার করতেই হয় যে আগের তুলনায় শিক্ষার হার বেড়েছে এবং কমেছে নিরক্ষরতা। কিন্তু নিরক্ষরতা কমিয়ে কি আদৌ কোন লাভ হয়েছে? আজ ও জাতি ধর্ম নিয়ে বহু শিক্ষিত মানুষ এমন কি সরকারি আমলা থেকে নেতা নেত্রীরা পর্যন্ত কুসংস্কারে বিশ্বাসী।

আজ আপনাদের জানাবো এমন সব তথ‍্য যা জানলে আপনারা হয়তো অবাক হবেন।

জেল যাকে এখন শংশোধনাগার বলা হয় , যেখানে সাধারণত চিহ্নিত অপরাধীদের ও রাজনৈতিক বন্দীদের বিচারাধীন অবস্থায় বা অপরাধের শাস্তি স্বরুপ নিজেদের শংশোধন করার জন‍্য বন্দী রাখা হয়। এমন জায়গায় কি আপনি অকারনে যেতে চাইবেন? নিশ্চিতরূপে আপনার উত্তর হবে – না। কিন্তু ভারতের বেশ কিছু রাজ‍্যে, বিশেষ করে দিল্লি, উত্তর প্রদেশ, মধ‍্য প্রদেশ ও বিহার সহ বেশ কিছু রাজ‍্যের হিন্দু সম্ভ্রান্ত পরিবারের মহিলারা স্বেচ্ছায় জেলে যেতে ইচ্ছুক। এবং তারা এই জেল যাত্রা যাতে নিশ্চিত হয় তার জন‍্য তারা নিপুন ষড়যন্ত্রও করেন। কিন্তু কেন? কারন, তাদের অন্ধবিশ্বাস। যেহেতু তারা গোঁড়া হিন্দু এবং তারা জানেন যে স্বয়ং কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে তাই তারা পুত্র সন্তানের কামনা করে গর্ভাবস্থায় জেলে যেতে এবং সেখানেই সন্তান কে ভুমিষ্ঠ করতে ইচ্ছুক। জেলে সন্তান ভূমিষ্ঠ হলেই পুরুষ সন্তান হবে এটাই তাদের অন্ধবিশ্বাস। এবং  এই জেল যাত্রা সুনিশ্চিত করতে তারা গোপনে আইনি পরামর্শ নেন এবং সেই পরামর্শ অনুযায়ী তারা বাড়িতে প্রচুর বিদেশী মদ কিনে জমা রাখেন আর অন‍্য কাউকে দিয়ে স্থানীয় থানায় বেআইনি মদ জমা রাখার অভিযোগ দায়ের করিয়ে দেন। পরবর্তীকালে পুলিশ এলে তাদের সাদর আমন্ত্রণ জানিয়ে আনন্দের সাথে গ্রেফতার বরন করেন এবং নিজেকে ছাড়ানোর জন‍্য কোন চেষ্টাই করেননা ফলত জেল যাত্রা নিশ্চিত হয় ছয় মাস থেকে এক বছরের জন‍্য।

এই উন্নত ভারতে, পুত্র সন্তান কামনায় স্বেচ্ছায় তিহাড় জেলে যেতেও রাজী বেশ কিছু ভারতীয় নারী।

একটি সংবাদ মাধ্যম কে সাক্ষাতকার দিতে গিয়ে, তিহাড় জেলের প্রাক্তন জেলার সুনীল গুপ্তা এমনই সব অদ্ভুত তথ‍্য তুলে ধরেন। সম্প্রতি তিনি জেলার পদ থেকে অবসর নেবার পর তিনি একটি উপন‍্যাস লেখেন যেখানে এরকম আরো তথ‍্য তুলে ধরেছেন।

এই উন্নত ভারতে, পুত্র সন্তান কামনায় স্বেচ্ছায় তিহাড় জেলে যেতেও রাজী বেশ কিছু ভারতীয় নারী।

তিনি আরও জানান,  এই জেল নিয়ে রয়েছে আরো অনেক কুসংস্কার। কিছু উদীয়মান নেতা সহ বেশ কিছু আমলা আছেন যারা জ‍্যোতিষীর ওপরে ভীষন রকম বিশ্বাসী। তাদের জ‍্যোতিষীর মতামত অনুযায়ী, তারা যদি জেল বা শংশোধোনাগারে তৈরী খাবার কোন ভাবে আনিয়ে রাতে স্নান করে ভক্তি সহকারে গ্রহন করেন তাহলে তাদের ভবিষ্যতে আর কখনও জেল যাত্রা হবেনা। এবং সেই কারনে অনেক নেতা ও আমলারা গোপনে জেলের নিম্ন স্তরের কর্মীদের দিয়ে সেই খাবার আনিয়ে ভক্ষনও করন। তবে জেল বা শংশোধোনাগারের খাবার কোন অংশেই খারাপ হয়না। কারন বেশীর ভাগ খাবারের উপকরণ মাদার ডেয়ারী থেকেই সরাসরি সরবরাহ হয়ে থাকে।

More Related Articles

Life Style

ভ্যালেন্টাইনস ডে: ভালোবাসার মানুষকে বিশেষ উপহার দেওয়ার ১০টি দারুণ আইডিয়া

ভ্যালেন্টাইনস ডে ভালোবাসা প্রকাশের বিশেষ দিন। প্রিয়জনকে কিছু বিশেষ উপহার দিয়ে এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিছু চমৎকার গিফট আইডিয়া—

Read More »
Featured News

SVF এক দশকের ভালোবাসা উদযাপন করছে ‘শুধু তোমারই জন্য’ পুনঃমুক্তির মাধ্যমে

কলকাতা, ৬ ফেব্রুয়ারি ২০২৫: এক দশক কেটে গেলেও, আদি, নয়নতারা, সিরাজ ও কোলির প্রেমকাহিনি আজও সমান আবেগপূর্ণ ও চিরন্তন। ভালোবাসার এই ঋতুকে আরও রঙিন করে তুলতে, SVF আবারও ফিরিয়ে আনছে রোম্যান্সের জাদু—‘শুধু তোমারই জন্য’ আসছে পুনঃমুক্তি পেতে ৭ই ফেব্রুয়ারি ২০২৫-এ, চলচ্চিত্রটির ১০ বছর পূর্তি উদযাপনে।

Read More »
বিনোদন জগত

ঋত্বিক ঘটক : এক ব্রাত্য পরিচালক

ঋত্বিক ঘটক—ভারতীয় সিনেমার এমন এক অধ্যায়, যাঁর জীবন এবং সৃষ্টি মূলধারার বাইরে থেকেও চলচ্চিত্রপ্রেমীদের মনে আজও গভীর রেখাপাত করে। সত্যজিৎ রায় ও মৃণাল সেনের সমসাময়িক হয়েও তিনি ছিলেন আলাদা—প্রথাবিরোধী, বিদ্রোহী এবং গভীরভাবে মানবতাবাদী। তাঁর সিনেমা বাণিজ্যিক সাফল্যের আলো না পেলেও চিন্তার খোরাক জুগিয়েছে প্রজন্মের পর প্রজন্মকে। তাঁর জীবন ও চলচ্চিত্র নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবে এমন কিছু অজানা তথ্য আছে, যা তাঁকে নতুন করে চিনতে সাহায্য করবে।

Read More »
Life Style

ভালেন্টাইন ডে : শোক যাপনের দিন, ভালোবাসার নয়।কেন জানেন ?

ভারতে বেশ কিছু বছর ধরেই ভ্যালেনটেইন ডে পালন করার একটা রীতি চালু হয়েগেছে। এই দিন কে ঘিরে প্রেমিক প্রেমিকাদের মধ্যে কম উৎসাহ দেখা যায়না। বরং এই দিন টি বা সপ্তাহ টিকে জুড়ে একটা বাণিজ্যিক ষড়যন্ত্র তৈরী করা হয়েছে যা হয়তো অনেকেরই মতো আপনারও জানা নেই।

Read More »
দেশ ও দুনিয়া

ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা, আগুনে পুড়ে ধ্বংসপ্রায়

বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে ফের হামলার ঘটনা ঘটেছে। ৫ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৮টা ৪০ মিনিটে ‘বিপ্লবী ছাত্র’দের নেতৃত্বে বিক্ষোভকারীরা ভেঙে ফেলে ঐতিহাসিক স্মৃতি জাদুঘরের প্রধান গেট এবং এরপর শুরু করে ব্যাপক ভাঙচুর। হামলাকারীরা বাড়ির ভিতরে প্রবেশ করে এবং তিনতলা ভবনের বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দেয়।

Read More »
বিনোদন জগত

একেন খ্যাত পরিচালক, জয়দীপ মুখার্জীর শুটিং বন্ধ। ক্ষোভ উগরে দিলেন সামাজিক মাধ্যমে। অভিযোগের তীর গিন্ডের দিকেই।

এই মুহূর্তে বাংলায় সাড়ম্বরে চলছে বাণিজ্য সম্মেলন Bengal Business Summit 2025, দেশ বিদেশের নামী দামী শিল্পপতি দের আমন্ত্রিত করা হয়েছে এই সম্মেলনে, যাতে রাজ্যে বাণিজ্যয়িক শিল্পের প্রসার ঘটে এবং একই সাথে বেকার যুব সম্প্রদায় সেখানে তাঁদের জীবিকা খুঁজে নিতে পরেন। কিন্তু প্রদীপের তলাতেই থাকে গভীর অন্ধকার। নতুন বাণিজ্য শিল্পের আহ্বানে চলচিত্র শিল্প বা বিনোদন শিল্প ইতিমধ্যেই অন্ধকারে বিসর্জন হতে চলেছে।

Read More »
error: Content is protected !!