অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেহুলি ঘোষের হাত ধরে এশিয়ান গেমসের তরফে ভারতের ঝুলিতে এল প্রথম পদক। তাঁর সঙ্গে ১০ মিটার এয়ার রাইফেল মহিলা দলে ছিলেন রমিতা জিন্দাল ও আশি চৌক্সি। দ্বিতীয় স্থানে শেষ করলেও তাঁদের দলগত মোট পয়েন্ট ১৮৮৬.০ আর এতে করেই রুপো আসে তাঁদের দখলে।
হানঝাউ ২০২৩-এর প্রথম পদক আনল এই তিন ক্রীড়াবিদ। এই পয়েন্টের মধ্যে দিয়ে তাঁরা একক ইভেন্টেও পৌঁছে যায়। মেহুলি ঘোষ পঞ্চম স্থানে শেষ করলেও তিনিও একক ইভেন্টে নিজের জায়গা করে নিয়েছেন।