অম্বিকা কুন্ডু, কলকাতা
দুর্গাপুজার সময়সূচী নিয়ে সৃষ্টি হয়েছে নানান বিতর্কের। চলুন জেনে নেওয়া যাক ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত অঞ্জলি এবং সন্ধি পূজোর সময়সূচী!
সূর্যসিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ৮ই অক্টোবর পঞ্চমী ৯ অক্টোবর ষষ্ঠী ১০ই অক্টোবর সপ্তমী এই পর্যন্ত সকল সময়ই ঠিকঠাক রয়েছে। তবে বিতর্ক শুরু হচ্ছে অষ্টমী থেকে দশমী এর সময়সূচি নিয়ে। সূর্যসিদ্ধান্ত মতে ১১ই অক্টোবর অষ্টমীয় ও নবমী কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ১১ই অক্টোবর অষ্টমী।
অন্যদিকে সূর্যসিদ্ধান্ত মতে ১২ই অক্টোবর দশমী কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ঐদিন নবমী এবং ১৩ই অক্টোবর দশমী। অপরদিকে সূর্যসিদ্ধান্ত মতে ১৩ই অক্টোবর দুর্গাপুজোর কোন তিথি নাকি পড়েনি।