Home » কলকাতা শহরে একদিনে ৬ টি মিছিল, হয়রানি নিত্যযাত্রীদের

কলকাতা শহরে একদিনে ৬ টি মিছিল, হয়রানি নিত্যযাত্রীদের

পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ আজ দুপুরের পর কলকাতা শহরের বুকে বের হতে চলছে ৬ টি মিছিল। কলকাতা শহরের বুকে মিছিল নতুন কোনও ঘটনা নয়। বহু কাল ধরেই প্রতিবাদ নগরী হিসেবে বিখ্যাত কলকাতা শহর। মিছিলের সঙ্গে প্রতিবাদের এক তীব্র যোগাযোগ। তাই মিছিল বেরোলে আশ্চর্য হওয়ার কিছুই নেই। কিন্তু একদিনে ৬ টি মিছিল বের হলে ভোগান্তি হবে পথচারী নিত্য যাত্রীদের। তাই তীব্র যানজটের সমস্যা দেখা দিতে পারে আজ কলকাতায়।

কলকাতা শহরে একদিনে ৬ টি মিছিল, হয়রানি নিত্যযাত্রীদের

পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসের প্রতিবাদে আজ পথে নামছে বিজেপি সমর্থকেরা। যদিও কলকাতা পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি। তা সত্ত্বেও মিছিলের কর্মসূচী অব্যহত রাখার কথাই জানিয়েছে বিজেপি শীর্ষ নেতা। ওপর দিকে পুলিশ কনস্টেবলের নিয়োগের দাবী নিয়ে পথে নামছে বাম সমর্থকেরা। শিয়ালদহ থেকেই শুরু হবে এই মিছিল, এমনটাই জানা যাচ্ছে এখনও পর্যন্ত। এছাড়াও গ্রুপ ডি চাকরিপ্রার্থীরাও আজ প্রতিবাদে পথে নামবে। দুপুরের পর হাজরা থেকে মিছিল শুরু করবে তারা। এছাড়াও এই বড় তিনটি মিছিল ছাড়াও আজ শহরে আরও ছোট ৩ টি মিছিল সংগঠিত হবে বলেই জানা যাচ্ছে।

কলকাতা শহরে একদিনে ৬ টি মিছিল, হয়রানি নিত্যযাত্রীদের

একদিনে এতগুলি মিছিল বের হওয়ায় তীব্র যানজটের আশংকা রয়েছে শহরে। দুপুরের পর তীব্র ভোগান্তিতে পড়তে পারেন পথচারীরা। কলকাতা ট্রাফিক পুলিশ থেকে জানিয়েছে ডোরিনা ক্রসিং, কলেজ স্ট্রিট, শিয়ালদহ ফ্লাইওভার এসএন ব্যানার্জী রোডে যানজট বেশি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও ট্রাফিক পুলিশরা এই ব্যাপারে কি পরিকল্পনা গ্রহণ করছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!