অম্বিকা কুন্ডু, কলকাতা
অবশেষে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে আরম্ভ হয়েছে বহু প্রতীক্ষিত ‘ মূখ্যমন্ত্রী – জুনিয়র চিকিৎসক ‘ বৈঠক। এর আগে দুইদিন বিফল হয়েছে। মুখ্যমন্ত্রীর তৃতীয় প্রচেষ্টা সফল হলো। মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্ধ্যে ৬.৪০ সময় বৈঠক শুরু হয়েছে। জুনিয়র ডাক্তার দের তরফ থেকে ৩০জন প্রতিনিধি এই বৈঠকে যোগদান করেছেন।
রাজ্যের পক্ষ থেকে উপস্থিত রয়েছে মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যরা৷
বৈঠকে যোগদানের পূর্বে জুনিয়র ডাক্তাররা বলেছেন ‘কালীঘাটে কোনও সিদ্ধান্ত নেবেন না। ফিরে এসে সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁদের কথায়, ‘বৈঠকে আমাদের সঙ্গে থাকবেন স্টেনোগ্রাফার। প্রত্যেকটা জিনিস লেখা হবে। সই হবে। সেটা নিয়ে ফিরব।’
বৈঠক শেষে আমরা জানতে পারব দুই পক্ষ কোন সিদ্ধান্তে উপনীত হলো।