বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া ময়দান থেকে ধর্মতলা, গঙ্গার নিচে দিয়ে মেট্রোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।গঙ্গার নিচে ৫২০ মিটার লাইনের ওপর দিয়ে মেট্রো ছুটবে ১৫ মিনিট অন্তর। এই উদ্বোধন কে ঘিরে হাওড়া ময়দান চত্বরে মেট্রো স্টেশনের কাছে বহু মানুষের জমায়েত দেখা গেল আজ সকাল থেকে। হাওড়ায় মানুষ মনে করছে, জ্যাম জট থেকে একটা মুক্তির রাস্তা খুলে গেল তাদের সামনে আজ। যদিও টিকিটের মূল্যধার্য করা হয়েছে মাত্র পাঁচ টাকা। ভারতবর্ষে এই প্রথম গঙ্গার নীচ দিয়ে এই মেট্র পরিষেবাকে একটা বাণির্জীক পরিষেবা বলা হয়েছে। এই পরিষেবার ফলে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে। গতকালই প্রধানমন্ত্রী রাজ্যে আসেন। রাজভবনেরাত্রিবাস করে আজ সকালে তিনি ঐতিহাসিক মেট্রর উদ্বোধন করেন। জানাগেছে তিনি আজ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন।

লাইফস্টাইল ও ফ্যাশন
প্রাডার ১.২ লাখি কোলাপুরি চপ্পল বিতর্ক গড়াল আদালতে, ভারতীয় কারিগরদের স্বীকৃতি ও ক্ষতিপূরণ চেয়ে জনস্বার্থ মামলা
প্রাডার ‘ভারতীয় অনুপ্রেরণায়’ তৈরি কোলাপুরি চপ্পলের ডিজাইন নিয়ে বিতর্ক এবার আদালতে। বম্বে হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা, যেখানে দাবি করা হয়েছে—GI ট্যাগপ্রাপ্ত এই ঐতিহ্যবাহী নকশার যথাযথ স্বীকৃতি ও ক্ষতিপূরণ পাক ভারতীয় কারিগরেরা।