এই মুহুর্তের বাংলা সঙ্গীত শিল্পীদের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হলেন ইমন চক্রবর্তী। না শুধুমাত্র গান দিয়েই নয়, তার স্বভাবসুলভ ব্যাবহার তাকে করে তুলেছে এক নতুন অনন্যা।
এমনিতেই শহরবাসী গ্রীষ্মের দাবদাহে গৃহবন্দী। বাড়ির বাইরে বেরোনো তো দুর ঘরের বাইরে চোখ রাখতেও মানুষ সাহস পাচ্ছেন না। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। চরম গ্রীষ্মে মানুষ যখন ক্লান্ত, তৃষ্ণার্ত ঠিক সেই সময়েই ইমনের নতুন গান মাসাক্কলি গৃহবন্দী মানুষের কাছে শীতলতার পরশ বলাই যায়।
আজ কিচ্ছুক্ষন আগেই মুক্তি পায় ইমনের নতুন গান “মাসাক্কলি”। মূল গানটির পরিচালনা করেছিলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রেহমান। এবং গানটি ২০০৯ সালে বলিউডি ফিল্ম “দিল্লি-৬” এ ( Delhi-6) ব্যাহৃত হয়েছিল স্বয়ং এ আর রেহমান এর কন্ঠেই। অভিনয়ে ছিলেন অভিষেক বচ্চন, সোনম কাপুর, ওয়াহিদা রেহমান, ঋষি কাপুর সহ আরো অনেকে।
এবার ইমন, বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রেহমান কে তার গানের রিমেক করে শ্রদ্ধাঞ্জলি জানালেন। গানটিকে নতুন করে যন্ত্রানুসঙ্গীত সংযোজন করেছেন অন্য কেউ নন, স্বয়ং ইমন পতি নীলাঞ্জন ঘোষ। গানটির ভিডিও দৃশ্যায়নে দেখা যাচ্ছে সমুদ্রের তটে নীলাঞ্জনের ইউকেলের তালে ইমনের মাসাক্কলি গান যা সত্যিই গ্রীষ্মের দাবদাহে গৃহবন্দী মানুষ কে ক্লান্তি ভূলে নতুন করে, ডানা মেলে উড়ে যাবার স্বপ্ন দেখায়। সব দূঃখ কষ্ট ভুলে যা ইচ্ছা করার সাহস যোগায়।
আপনাদের জন্য রইলো সেই গানের লিঙ্ক। দেরী না করে দেখে ফেলুন চট করে।