Home » চন্দননগরে অলোক বিভ্রাট: পুজোর লাইট বন্ধ করে প্রতিবাদ

চন্দননগরে অলোক বিভ্রাট: পুজোর লাইট বন্ধ করে প্রতিবাদ

চন্দননগরে অলোক বিভ্রাট: পুজোর লাইট বন্ধ করে প্রতিবাদ

চন্দননগরে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজোর আলোর প্রদর্শন বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানালেন কমিটির সদস্যরা। তাদের অভিযোগ, এই পুজো মণ্ডপের সামনের পুকুরে গত বেশ কয়েক বছর ধরে লেজার শো চলছিল। এই শোটি ছিল স্থানীয় মানুষের বিনোদনের অন্যতম উৎস, কিন্তু দুর্ঘটনার আশঙ্কা দেখিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়।

চন্দননগরে অলোক বিভ্রাট: পুজোর লাইট বন্ধ করে প্রতিবাদ

কমিটির দাবি, দুর্ঘটনার দোহাই দিয়ে কর্তৃপক্ষ শোটি বন্ধ করে দিলেও, অতীতে কখনও কোনো দুর্ঘটনা ঘটেনি। তাদের আরও অভিযোগ, পুলিশের পক্ষ থেকে পরবর্তী সময়ে যোগাযোগ করার কথা বলা হলেও, পুলিশ কোনওভাবে সহযোগিতা করতে অস্বীকার করেছে এবং এমনকি সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চায়নি।

চন্দননগরে অলোক বিভ্রাট: পুজোর লাইট বন্ধ করে প্রতিবাদ

অবশেষে, সমস্ত অভিযোগের প্রেক্ষিতে, পুজো কমিটির সদস্যরা সিদ্ধান্ত নেন যে তারা প্রতিবাদস্বরূপ পুরো পুজো মণ্ডপের আলো বন্ধ করে দেবেন।

প্রসঙ্গত, এই লেজার শো চন্দননগরের মানুষের জন্য দীর্ঘ কয়েক বছর ধরে একটি বড় আকর্ষণ হয়ে উঠেছিল, যা পুজোপর্বে বিনোদনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে, এখন শো বন্ধ হওয়ায় স্থানীয়রা বিক্ষুব্ধ ও হতাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!