অম্বিকা কুন্ডু, কলকাতা:
গত কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিশাল এলাকা তলিয়ে রয়েছে জলের তলায়। পাকা বড় বাড়ির একতলা জলের তলায়। পানীয় জলের সমস্যায় ভুগছে ঘাটাল বাসিন্দাগণ। একদিকে পানীয় জলের সমস্যা অন্যদিকে ইলেক্ট্রিসিটি এর সমস্যা এর মধ্যেও ডিঙ্গি বা নৌকা করে পানীয় জলের ব্যবস্থা করতে বাধ্য হচ্ছে ঘাটাল বাসিন্দারা। চারচাকা দু চাকা তলিয়ে রয়েছে জলে। কোনমতে ছাদের উপরের ত্রিপল টাঙিয়ে বাস করছে। জলের তলিয়ে থাকা রাজ্য সড়কের উপর দিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছে সকল মানুষজন।
গতকাল থেকে ঘাটালে কমতে শুরু করেছে। জল কমতে শুরু করলেও সমস্যা কাটেনি, রাজ্য সড়ক থেকে শুরু করে জলের নিচে রয়েছে বীঘের পর বীঘে কৃষি জমি।