Home » চলে গেলেন বাংলার বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়

চলে গেলেন বাংলার বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়

আজ সকাল ৮.৩০ নাগাদ দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপাল হাসপাতালে শেষ নিস্বাস ত্যাগ করেন । গত কয়েকদিন ধরেই তিনি সেপ্তিসেমিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যু কালীন তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মধ‍্যবিত্ত পরিবারে জন্ম গ্রহন করেছিলেন প্রদীপ মুখোপাধ‍্যায়। হেয়ার স্কুলে পড়াশোনা শেষ করে সিটি কলেজে আইন নিয়ে পড়াশোনা করেন। আইনজীবী হয়েও সপ্তাহের শনি রবিবার গুলি কাটতো মঞ্চে অভিনয় করে। সেখান থেকেই সত‍্যজিত রায়ের হাত ধরে সিনেমায় আসা। ১৯৭৬ সালে সত‍্যজিত রায়ের জনঅরন‍্য তে সোমনাথের চরিত্রে প্রথম কাজ। তারপর থেকে একের পর এক শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন প্রদীপ মুখোপাধ‍্যায়। তার মধ‍্যে
দহন, অশ্লীলতার দায়ে, দুরত্ব, হীরের আংটি, শাখা প্রশাখা-র মত ছবি।
শনিবার শুটিংয়ের পর অসুস্থ হয়ে পড়েন প্রদীপ বাবু। তখনই তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু শনিবার থেকেই তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। চিকিৎসক দের আপ্রান চেষ্টার পর রবিবার সকালে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন এই অভিনেতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!