অম্বিকা কুন্ডু | কলকাতা, ২০শে আগস্ট ২০২৪
বর্তমান প্রজন্ম এখন সম্পূর্ণরূপে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ এখন ঘরে থেকেই নানান দেশে নানান খবর জানতে পারেন এটি এক কথায় বলা যেতে পারে মানুষ ঘরে থেকে এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়াতে পারছে কোনরকম পাসপোর্ট, ভিসা ও ফ্লাইট বা ট্রেনের টিকিট ছাড়াই।
এই সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে কিছু সুন্দর কিছু অদ্ভুত বা কিছু মজাদার গান নাচ বা ডায়লগ। সেই রকমই একটা ডায়লগ বেশ কিছুদিন ধরে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ডায়লগটি হলো ‘ চিন টোপাক দম দম ‘ । এই ডায়লগটি নেওয়া হয়েছে বাচ্চাদের খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান ছোটা ভীম থেকে।
এই ডায়লগটিকে সবাই অনেক ভালোবাসা দিয়েছে এবং এই ডায়লগ টিকে অনেকে মোবাইলের মেসেজ টোন অথবা নটিফিকেশন টোন হিসাবেও ব্যবহার করছেন।