অম্বিকা কুন্ডু, কলকাতা
ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কৌশিকী অমাবস্যা বলে। ২০২৪ এ ২রা সেপ্টেম্বর(১৫ই ভাদ্র) ভোর ৫ বেজে ৭ মিনিট থেকে ৩ রা সেপ্টেম্বর সন্ধে ৬টা বেজে ৩০ মিনিট পর্যন্ত ।
পুরান মত অনুযায়ী এদিন দেবী শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। কৌশিকী অমাবস্যা কে ঘিরে রয়েছে অনেক মতামত। অনেকে এই কৌশিকী অমাবস্যা কে ভয় করেন আবার অনেকে এই দিনটিতে মায়ের আরাধনা করেন। এই দিনটিকে তন্ত্রের দিন বলেও আখ্যা দেওয়া হয়। সাধু সন্ন্যাসীদের কাছে এই দিনটি অতি মাহাত্ম্যপূর্ণ। সাধকগণ অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন।
কৌশিকী অমাবস্যা আর পাঁচটি অমাবস্যার থেকে আলাদা। তন্ত্র ও শাস্ত্রমতে এর কারণ বর্ণিত রয়েছে যে এই অমাবস্যা তিথিতে কঠিন ও গুপ্ত সাধনা করলে তার ফল পাওয়া যায় অতি শীঘ্রই। বৌদ্ধ ও হিন্দুতন্ত্রে এই দিনটির বিশেষ মাহাত্বের কথা উল্লেখ রয়েছে। তন্ত্র মতে এই রাতকে তারা রাত্রি বলা হয়।
এদিন এলাকার সমস্ত কালী মন্দির গুলিতে প্রস্তুতি থাকে দেখার মতো এবং কালীমন্দির গুলি আলো দিয়ে সাজিয়ে তোলা হয়। রামপুরহাট সংলগ্ন তারাপীঠ এবং গোহাটির কামাখ্যা মন্দিরে আয়োজন করা হয় উৎসবের। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মায়ের অগন্তি ভক্তদের সমাবেশ ঘটে। মায়ের ভক্তদের কাছে এই দিনটি উৎসবের দিন। এই দিনের অপেক্ষায় থাকেন সারা বছর।
•কৌশিকী নামের অর্থ কি?
কৌশিকী নামের অর্থ “কোষের নারী”। বলা হয় দেবী পার্বতীর কোষ থেকে তার সৃষ্টি হওয়ার কারণে তার নামকরণ হয় কৌশিকী।