ডিসেম্বর মানেই ক্রিসমাস, আর ক্রিসমাস মানে সান্তা দাদু। আর সান্তা দাদু মানেই ক্রিসমাসে আমাদের উপহার। আমরা ছোটবেলা থেকেই এটা শুনে আসি যে সান্ত দাদু সেই সব বাচ্চাদেরকে উপহার দেয় যারা খুবই ভালো, দুষ্টু বাচ্চাদের তিনি কোন উপহার দেন না। আর সেই জন্যই বাচ্চারা বড়দিনে উপহার পাওয়ার জন্য ভালো বাচ্চা হয়ে থাকে। আমরা যখন ২৪ ডিসেম্বরের বাইরে মোজা ঝুলিয়ে রাতে ঘুমিয়ে পড়ি তখন রাত বারোটার সময় সান্তা দাদু চুপি চুপি আমাদের মজার ভেতরে উপহার রেখে দিয়ে চলে যায় কিন্তু সেই শান্তার চেয়ে আসলে কে সেটা কি তোমরা কেউ জানো?
ছোটবেলায় ভাবতাম যে সত্যি সত্যি শান্ত দাদু এসে আমাদের মজার ভেতর উপহার দিয়ে যান কিন্তু বড় হয়ে জানতে পারলাম সেই সান্ত দাদু আর কেউ নয় আমাদের বাবা যিনি চুপি চুপি রাত্রিবেলা এসে আমাদের ঝোলার ভেতরে উপহার রেখে দিয়ে যেতেন। সকলের জীবনেই একটা সান্তা থাকে, যিনি আমাদের ছোটবেলায় আমাদের কাছে সবচেয়ে প্রিয়। ছোটবেলায় বাবা আমাদের জন্য সেই সান্তার মতোই ছিলেন, যিনি আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে সর্বদা প্রস্তুত থাকতেন। যখন আমরা ছোট ছিলাম, তখন তাদের কাছ থেকে পাওয়া উপহার এবং ভালোবাসা আমাদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছিল।
বড় হলে, যখন আমাদের জীবন নতুন মানুষের সঙ্গে জড়িয়ে যায়, তখন সেই সান্তার রূপ বদলে যায়। হয়তো বন্ধু, প্রেমিকা কিংবা অন্য কেউ আমাদের জীবনে আসেন, কিন্তু বাবার সান্তার গুরুত্ব কখনো কমে না। কারণ বাবারা চিরকালই সেই সান্তা হয়ে থাকেন, যিনি আমাদের পাশে থাকেন, আমাদের সমর্থন করেন এবং আমাদেরকে ভালোবাসার ছায়ায় আগলে রাখেন।
তাদের ভালোবাসা ও যত্ন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের সঙ্গী হয়ে থাকে। তাই, এই সান্তা কখনো হারিয়ে যায় না; তিনি সবসময় আমাদের হৃদয়ে অবস্থান করেন, আমাদের জীবনের সত্যিকারের সান্তা হিসেবে।
Written by: