Home » জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ সুপ্রিমকোর্টের ।

জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ সুপ্রিমকোর্টের ।

অম্বিকা কুন্ডু, কলকাতা


আর জি কর এর তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে সমস্ত সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা গত ২৮ দিনব্যাপী কর্ম বিরত। জুনিয়র ডাক্তারেরা কর্মবিরত থাকার কারণে হাসপাতাল গুলিতে ওপিডি এর সময় সূচি ছিল খুবই অল্প সময়ের জন্য। অল্প সময় ওপিডি বিভাগ খোলা থাকার কারণে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে রোগী ও তার পরিবারদের। এর ফলে চিকিৎসা ব্যবস্থাতেও সমস্যার সৃষ্টি হয়েছে।

রোগীর চিকিৎসা এবং হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের নির্দেশ করেন আগামী ১০ই সেপ্টেম্বরের বিকেল ৫টার মধ্যে কাজে ফেরার জন্য।
এই নির্দেশে জুনিয়র ডাক্তারদের আইনজীবীর দাবি জুনিয়ার ডাক্তার এরা নিরাপত্তা অভাব বোধ করছে। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে নির্দেশ করেন জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার ব্যবস্থা করবে রাজ্য।


সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের অনুরোধ করেন কাজে ফেরার জন্য এবং উনি জানান জুনিয়ার চিকিৎসকদের সকল দাবি স্বাস্থ্য ভবন মেনে নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!