একটি বিখ্যাত বাংলা প্রবাদ বাক্য যা আজ বাঙালী প্রায় ভুলেই গেছে। বানিজ্যে বসতি লক্ষী। অর্থাৎ ব্যাবসায় লক্ষী বিরাজিত।
এছাড়াও পুরাতনী বাংলায় ব্যাবসাতে মহিলাদের বেশ একাধিপত্যের বহু উদাহরন থাকলেও বহু বাঙালির বাবসার প্রতি আছে উদাসীনতা। অন্যদিকে বাঙালি মেয়েদের বিয়ের বয়স হবার সাথে সাথেই শেখানো হয় “সংসার সুখের হয় রমনীর গুনে” যার মুল মর্মার্থ হল আপোষ করে সংসার করে যাওয়া যেখানে তার ইচ্ছা বা বিয়ের পর প্রতিষ্ঠিত হবার স্বপ্নের কোনদাম নেই।
পড়াশোনা শেষে ডিগ্রী অর্জন করে শেষমেশ সেই কেরানির চাকরির চেষ্টায় থাকা বাঙালিকে নতুন করে ভাবাতে বা হয়তো আশে পাশে গজিয়ে ওঠা গৃহিনী দের হোম ডেলিভারী ব্যাবসা কে বা তাদের অনান্য ব্যাবসা কে অনুপ্রাণিত করতেই পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই সিনেমা যার নাম “বৌদির ক্যান্টিন”।
মূল চরিত্রে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলী কে। ভালো চাকরি করলেও রান্নার প্রতি আছে তার এক অন্য টান বা প্যাশন। সেই প্যাশন কে নিয়েই সে এগিয়ে যেতে চায় কিন্তু সংসার আর শাশুড়ি বাধ সাধে। এখানে শাশুড়ির চরিত্রে দেখা যাবে অনসূয়া মজুমদারকে। পৌলমী অর্থাৎ শুভশ্রীর এই ইচ্ছা কে উৎসাহিত করে তার স্বামী পরমব্রত ও বন্ধু সোহম চক্রবর্তী।
ট্রেলার রিলিজ হতেই জনগন মুখিয়ে রয়েছে ছবির শুভমুক্তির পথ চেয়ে।
আমরাও উপস্থিত ছিলাম ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। আপনাদের জন্য রইলো সেই অনুষ্ঠানের ভিডিও।
আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেল টি সাবসক্রাইব করতে ভুলবেন না।