দীর্ঘ টানাপোড়েনের পর গত ৮ই মার্চ দোলের দিন কেন্দ্রীয় তদন্তকারী দল ইডি বীরভুমের তৃনমুল জেলা সভাপতি অনুব্রত মন্ডল কে দিল্লিতে ইডির কেন্দ্রীয় দফতরে নিয়ে যায়। সেখানে যাবার পরেই দিল্লীর রউস অ্যাভেনিউ কোর্টে ইডি তদন্তের সার্থে অনুব্রতর হেপাজত চায়। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। তারপরেই ইডি অনুব্রতর ব্যাক্তিগত অ্যাকাউন্ট্যান্ট মনীশ কোঠারি ও কন্যা সুকন্য মন্ডল কে তদন্তের স্বার্থে ডেকে পাঠায়। সুকন্যা ও মনীশ কোঠারি দিল্লি পৌঁছলেও সুকন্যা ইডির সাথে দেখা করেননি। মনীশ কোঠারি কে ইডি দীর্ঘক্ষন জিঞ্জাসাবাদ করার পর মনীশ কোঠারী কে ইডি গ্রেফতার করে। ভেঙে পড়েন মনীশ কোঠারী।
আজ অনুব্রত মন্ডল কে ইডি রউস অ্যাভেনিউ কোর্টে হাজির করলে বিচারক অনুব্রত মন্ডল কে ১৩ দিনের জেল হেফাজত দেন। স্বাভাবিক ভাবেই অনুব্রতর আজ থেকেই তিহাড় জেলে দিন যাপন শুরু হল। আমাদের প্রতিনিধি জানালেন ইতিমধ্যেই অনুব্রত কে নিয়ে তিহাড় জেলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তিহাড় জেলে আগে থেকেই রয়েছে অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেন যাকে গরু পাচার মামলায় ইডি অনেক আগেই গ্রেফতার করেছিল। এবার সায়গল হোসেন ও অনুব্রত কে জেলে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলেই অনুমান করা যাচ্ছে। আজ রউস অ্যাভেনিউ কোর্টে অনুব্রত মন্ডল কে নিয়ে আসার সময় আমাদের প্রতিনিধি তার প্রতিক্রিয়া জানতে চাইলেও অনুব্রত কোন প্রতিক্রিয়া দেননি। আপনাদের জন্য রইলো সেই ভিডিও।