আজ তৃণমূল ছাত্র পরিষদের ২৭তম প্রতিষ্ঠা দিবস। একদা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র রাজনীতি ছিল চোখে পড়ার মতোই। ছাত্র রাজনীতি থেকেই আজ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কে, আর জি করের মৃতা চিকিৎসক ছাত্রী কেই উৎসর্গ করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির ডাকা ১২ঘন্টা বাংলা বনধ এর মধ্যেই কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র সমাবেশ হলো। গতকালই মাননীয়া তার সামাজিক মাধ্যমে একটি পোস্টে বলেন ” আর জি করে আমাদের সেই যে বোন কে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিলো, তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে এবং দ্রুততম গতিতে সেই ঘটনার সুবিচার চেয়ে, সেই সঙ্গে সারা ভারতে সকল বয়সের যত নারী যেখানে যত নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সকলের জন্য আমরা হৃদয়ের অন্তস্থল থেকে দুঃখ জ্ঞাপন করি। “
ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সমগ্র ছাত্র সমাজ কে মাননীয়া বার্তা দিয়ে জানান, যুবক যুবতী, ছাত্র ছাত্রীদের একটা বড় সামাজিক ভূমিকা আছে। সমাজ ও সংস্কৃতি কে জাগ্রত রাখার সাথে নতুন দিনের স্বপ্ন উপহার দেওয়া এবং চারপাশের সকল কে নতুন দিনের উজ্জ্বল ব্রতে উদ্বুদ্ধ করাই ছাত্র সমাজের কাজ। আজকের দিনে সকল ছাত্র ছাত্রী বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, উজ্জ্বল ভবিষ্যতের সংকল্পে নিয়োজিত থাকুন।
একই সাথে তৃণমূল কংগ্রেসের যুব নায়ক ও তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বক্ত্যবে বলেন – রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যে সরকার দেশে নোটবন্দি থেকে লোকডাউন করতে পারে, তারা দ্রুত ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে নীরব কেন?? এই ধর্ষণ বিরোধী আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাবার দাবিও তিনি করেন। মহিলা দের রাত দখলের লড়াই কে সম্মান জানিয়ে বলেন, বিজেপির শকুনের রাজনীতির বিরুদ্ধে তিনি বার বার গর্জে উঠবেন।