ভ্রমন পিপাসু বাঙালির প্রিয় দিপুদা অর্থাৎ দিঘা পুরী আর দার্জিলিং। সপ্তাহান্তের ছুটি থেকে গ্রীষ্ম ও পুজোর ছুটি ছাড়াও, বাঙালির উঠলো বাই তো কটক যাই এর জন্য এই তিনটি গন্তব্যস্থল সবার আগেই থাকে। অনেকেই বলেন এই স্কুল কলেজ পেরিয়ে এই তিনটি জায়গায় বন্ধুদের সাথে ঘুরতে যাওয়াই প্রাপ্তবয়স্কের লক্ষন। আর পুরী দার্জিলিং এর থেকেও প্রিয় কারন চাইলেই একদিনেও সমুদ্রের জলে গাভাসিয়ে চলে আসা যেতেই পারে। কিন্তু এবার এই দিঘার সমুদ্রেই নতুন আতঙ্ক।
সম্প্রতি দিঘার বিচে এবং সমুদ্রের জলে দেখা মিলেছে আরব সাগরের অন্যতম আতঙ্ক ইয়েলো বেলি স্নেক। বিজ্ঞান সম্মত নাম – হাইড্রোফিস প্লাটুরাস। আরব সাগর ছাড়াও আটলান্টিক মহাসাগরেও এই সাপ দেখতে পাওয়া যায়। এবং এই সাপের কামড়ে বহু মৎস্যজীবীর প্রানহানীর খবরও রয়েছে।
বিশেষজ্ঞ দের মতে এই সাপের বিষ কিডনি বিকল করতে পারে তাছাড়া এই সাপের কামড়ে পক্ষাঘাত নিশ্চিতরূপে ঘটবে তবে সাধারণত এই জাতীয় সাপ সমুদ্রের জলে অনান্য প্রানীদের থেকে দুরে থাকতেই বেশী পছন্দ করে।
আর এই ইয়েলো বেলি সাপের আতঙ্কেই আতঙ্কগ্রস্ত দীঘার পর্যটকরা। অনেকেই দীঘার সমুদ্রে নামতে ভয় পাচ্ছেন। যদিও রাজ্য পর্যটন দফতর থেকে এনিয়ে কোন বিশেষ বিবৃতি এখনো দেওয়া হয়নি।