Home » দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তিপেল “বিনোদিনী -একটি নারীর উপাখ্যান”

দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তিপেল “বিনোদিনী -একটি নারীর উপাখ্যান”

একেই জানুয়ারির শেষ বিয়ের লগন, বাড়িতে ভায়ের বিয়ে তার মধ্যে সিমরানের লেট রিপোর্টিং। বাধ্য হয়েই মাঝ রাতে কলম ধরতেই হলো। কি আর করা যায়, পাপী পেট কা সওয়াল।

দীর্ঘ বেশ কয়েক বছরের অপেক্ষার পর ২২শে জানুয়ারি, মুক্তি পেলো রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত “বিনোদিনী -একটি নারীর উপাখ্যান”। ইতিহাসের বিনোদিনী কে নিয়ে নতুন কিছু বলার নেই কিন্তু বলতে হবেই কারণ বিনোদন প্ৰিয় মানুষ এখন রাজুদার পকেট পরোটা ছাড়া কিছু মনে রাখে না।

বারবনীতার জীবন থেকে মাত্র ১২ বছর বয়েসে বিনোদিনী দাসী মাসিক দশ টাকার বিনিময়ে থিয়েটারে অভিনয় করতে আসেন। দ্রৌপদীর সখীর ছোট্ট ভূমিকায়। গিরিশ ঘোষের অনুপ্রেরণায়, নাচে গানে পারদর্শী বিনোদিনী খুব দ্রুত অভিনয় রপ্ত করে সকলের মন জয় করেছিলেন। যশ খ্যাতি অর্থের পাশাপাশি সাথে জুটেছিলো স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসের আশীর্বাদ। এবং উত্তর কলকাতার ষ্টার থিয়েটার হলেই একাধিক অভিনয় করেছিলেন। এখানেই শ্রী রামকৃষ্ণ এসেছিলেন বিনোদিনীর অভিনয় দেখতে। এবার এই বিনোদিনীর চরিত্রেই দেখা যাবে দেব প্রেয়সী রুক্মিণী মৈত্র কে।

বাংলা বিনোদন প্রেমী মানুষের মনে রুক্মিণী মৈত্র সেই অর্থে এখনও কোন দাগ কাটতে পারেননি, দেব প্রেয়সী হিসাবে যতটা তিনি খ্যাত, যদিও অভিনয়ের আগে বিজ্ঞাপন জগতে ও মডেলিং জগতে বেশ সুনাম আছে। কিন্তু মহানায়ক দেব এর প্রচেষ্টায় দেব এন্টারটেইনমেন্ট এর উদ্যোগে রাম কমল মুখার্জীর পরিচালনায় রুক্মিণী কে বিনোদিনীর চরিত্রে আনতে সময় লেগে গেলো বেশ কয়েকটা বছর। যদিও সামাজিক মাধ্যমে বিনোদিনীর পোস্টার লঞ্চ থেকে শুরু করে বেশ কয়েকবার নানান ধরণের লুকে রুক্মিণীর ছবি আর মোসাহেবি আর্টিকেল দেখেছি। যেখানে বার বার এটাই বলার চেষ্টা হয়েছে রাম কমল মুখোপাধ্যায়ের পরিচালনায় মার কাটারি অভিনয় করতে চলেছেন দেব প্রেয়সী রুক্মিণী। তবে পরিশ্রম কম কিছু হয়নি।

ভাবুন, যে শহর বিশ্ব বরেন্য পরিচালক মৃনাল সেনের বসত বাড়ি আগলে রাখা গেলোনা সেই শহরের ঐতিহাসিক প্রেক্ষাগৃহ ষ্টার থিয়েটার এর নাম, রুক্মিণী অভিনীত “বিনোদিনী” মুক্তি পাবে বলেই ঐতিহাসিক চরিত্র বিনোদিনীর নামে করা হলো বিনোদিনী হল। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বিনোদন ও রাজনৈতিক মহলের তারকারা। মিডিয়ার ভিড়ে পরিচালক আর কলাকুশলী দের সেই নয়সী বক্তব্য যা সামাজিক মাধ্যমে রিলস এ দেখা যাবে কিন্তু দেখা যাবে না মহানায়ক দেব প্রেয়সী রুক্মিণী অভিনীত “বিনোদিনী -একটি নারীর উপাখ্যান” তাই দেরী না করে চলে যান বিনোদিনী হলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!