আজ আন্তর্জাতিক আমিরাত সংবাদ মাধ্যম আরাবিয়ান বিজ্নেস (http://www.arabianbusiness.com/gcc/uae/sheikh-mohammed-orders-dubai-district-to-be-renamed-hind-city#:~:text=Sheikh%20Mohammed%20orders%20Dubai%20district%20to%20be%20renamed%20Hind%20City,-Dubai’s%20ruler%20has&text=Ruler%20of%20Dubai%2C%20Sheikh%20Mohammed,known%20as%20“Hind%20City”. ) অনুযায়ী প্রকাশিত হয়, দুবাইয়ের শাসক, সংযুক্ত আমিরাতের ভাইস প্রসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম আমিরাতের একটি জেলার নাম পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন।
আমিরাতের আল মিনহাদ নামক জেলাটি এবার থেকে হিন্দ শহর নামে পরাচিত হবে। এই শহরের তিনটি প্রধান সড়ক, আমিরাত রোড, আল আইন রোড, জেবেল আলি লেহবাব রোড সহ আমিরাতের জনবসতি পূর্ণ সমগ্র এলাকাটিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে যথাক্রমে হিন্দ 1, হিন্দ 2, হিন্দ 3 ও হিন্দ 4।
আরবী ভাষায় হিন্দ শব্দের অর্থ সাহস ও উৎসাহ। এর সাথে হিন্দুদের বা হিন্দুস্থান অর্থাৎ ভারতের কোন অবদান নেই।
সামাজিক মাধ্যমে অনেকেই, আমিরাত শহরের আল মিনহাদ জেলার নাম পরিবর্তন কে রাজনৈতিক রঙ লাগিয়ে ব্যাবহার করার চেষ্টা করছেন তা সম্পূর্ণ ভূল এবং অশিক্ষিত প্রচার।
Ruler of Dubai and PM of UAE, Sheikh Mohammed bin Rashid Al Maktoum has ordered that a district in the emirate be renamed.
Al Minhad and its surrounding 84 Square KM areas will now be known as “Hind City” to honour the contribution of India and Hindus towards humanity. pic.twitter.com/3o5y45FLSU
— Megh Updates 🚨™ (@MeghUpdates) January 30, 2023