বাংলা বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্র বলতে একমাত্র স্টার জলসা কেই বোঝায়।
আর জনপ্রিয়তার দিক থেকে স্টার জলসার প্রতিটি বাংলা ধারাবাহিক দশকের পর দশক ধরে আপামোর বাঙালির মন জয় করে চলেছে। প্রতিটি ধারাবাহিকের সাথেই প্রতিটি বাঙালির একটা পারিবারিক সম্পর্ক তৈরী হয়েই যায়।
ঠিক সেই ভাবেই স্টার জলসার অন্যতম জনপ্রিয় বাংলা ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া”-র সাথেও প্রতিটি বাঙালি পরিবারের একটা পারিবারিক সম্পর্ক তৈরী হয়েছে।
প্রতিটি চরিত্র যেন ভীষন রকম চেনা পরিচিত আমাদের পরিবারের সদস্যের মত। আর এই অনুরাগের ছোঁয়া ধারাবাহিক ৪০০ পর্ব অতিক্রম করলো। সেটে উপস্থিত ছিলেন ধারাবাহিকের প্রতিটি চরিত্র। কেক কেটে মহা সমারোহে আনন্দ করে উদযাপন করা হল। আর আপনাদের জন্য রইলো সেই অনুষ্ঠানের ছবি।