Home » নাট্যকার চন্দন সেন , রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়ে দিলেন।

নাট্যকার চন্দন সেন , রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়ে দিলেন।

আর জি কর এর তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের কাণ্ডের প্রতিবাদে জনগণের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলন করার জন্য প্রতিভাবান নাট্যকার চন্দন সেন ২০১৭ সালে রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফিরিয়ে দিলেন।

অম্বিকা কুন্ডু, কলকাতা
আরজিকর কাণ্ডের প্রতিবাদ করার জন্য শাসকদলের বিধায়ক প্রশ্ন তুলেছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে পাওয়া পুরস্কার কি ফিরিয়ে দিতে পারবে প্রতিবাদ কারীগণ? এই প্রশ্নে অপমানিত বোধ করেছিলেন দীনবন্ধু মিত্র পুরস্কার প্রাপ্ত নাট্যকার “চন্দন সেন”।
বিশিষ্ট নাট্যকার চন্দন সেন জনগণের সঙ্গে থেকেই প্রতিবাদ করতে চান এবং সেই কারণে তিনি “দীনবন্ধু মিত্র” পুরস্কার রাজ্য সরকারের কাছে ফিরিয়ে দিলেন এবং পুরস্কার বাবদ ২৫ হাজার টাকাটাও তিনি ফিরিয়ে দিলেন।

গত বুধবার নবদ্বীপের নাট্যমঞ্চে নাট্যকার চন্দন সেনের রচিত নাটক “চৈতন্য বিমঙ্গল” মঞ্চায়নে বাধা প্রদান করে তৃণমূল পরিচালিত পুরসভা প্রধান। তিনি এই নাটকের উদ্দেশ্যে বলেন নাটকে বর্ণিত একটি দৃশ্যে চৈতন্য মহাপ্রভুর পত্নী লক্ষীপ্রিয়াকে বিষ প্রয়োগ করে হত্যা করা হচ্ছে । এই ঘটনা সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে দাবি করেন পুরসভা প্রধান। এবং বলেন এই ঘটনাটি বাস্তবে উল্লেখ নেই। এই ঘটনা দেখালে শহরের শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে। এর পাশাপাশি নাটকে আরো একটি দৃশ্যে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের একটি সংলাপ “ন্যায় বিচার ও অধিকারের দাবিতে মানুষ একদিন রাস্তায় নামবে”।


এই নাটকের সঙ্গে আর জি কর কান্ডের প্রতিবাদের সুর লক্ষ্য করা যাচ্ছে বলে তৃণমূলের কাছে এই নাটকটি অস্বস্তিকর হয়ে উঠেছে। সেই কারণেই নাটকটিকে মঞ্চস্থ হওয়ায় বাধা জানালেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!