বিশ্ব তথা ভারতের সমস্ত ভ্রমনপ্রিয় মানুষের কাছে পশ্চিমবঙ্গ অন্যতম আকর্ষণীয় রাজ্য। পশ্চিমবঙ্গের পর্যটন বলতে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের পর্যটনকে বোঝায়। এই রাজ্যটি দেশের চতুর্থ-সর্বাধিক জনবহুল রাজ্য। পশ্চিমবঙ্গের রাজধানী হল কলকাতা। রাজ্যটি দু-টি প্রধান প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত: দক্ষিণে গাঙ্গেয় সমভূমি এবং উত্তরে হিমালয় ও হিমালয়ের পাদদেশীয় অঞ্চল। ফলত পশ্চিমবঙ্গের পর্যটন বিভাগ থেকে রাজ্যের একটা ভালো আর্থিক মুনাফা আসে।
বিগত প্রায় বেশ কিছু বছর ধরে বলিউড বাদশা শাহরুখ খান কে রাজ্যের মূখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গের ব্র্যান্ড আম্বাসাডার করেছিলেন। কিন্তু শাহরূখ পশ্চিমবঙ্গের ট্যুরিজমের জন্য আজ অবধি একটি মাত্র বিজ্ঞাপনী প্রচার ছাড়া আর কিছুই করে উঠতে পারেননি। মাননীয়া নিজেও গতকাল পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশনাল বোর্ডের মিটিংয়ে স্বীকার করেন যে শাহরুখ আছে থাক তবে ভীষন ব্যাস্ত চেয়েও কিছু করতে পারেনা তাই এবার থেকে দেব কে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের ব্র্যান্ড আম্বাসাডার করা হোক।
মিটিংয়ে অভিনেতা তথা ঘাটালের তৃনমূল বিধায়ক দেব উপস্থিত ছিলেন এবং দেব কে মাননীয়া নির্দেশ দিলেন এবার তুমি একটু পর্যটন বিভাগটা দেখ যাতে উন্নতি করে। সাথে সাথেই মিটিংয়ে উপস্থিত বাংলা চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ কে মূখ্যমন্ত্রী নির্দেশ দেন দেব কে নিয়ে একটি নতুন ভিডিও বানাতে যা পশ্চিমবঙ্গের পর্যটন বিভাগকে প্রোমোট করবে।
শাহরুখের কলকাতা চলচ্চিত্র উৎসবে দেরী করে আসা বা কলকাতা চলচ্চিত্র জগতের জন্য কোন কিছু না করতে পারার মত অসংখ্য অভিযোগ বা অভিমান থাকতেই পারে মাননীয়ার এরকম আশা করা যাচ্ছে। তাই এখন থেকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড আম্ব্যাসাডার বলিউড বাদশা শাহরুখ নয় বাংলার মহানায়ক দেব।