মূল্যবৃদ্ধির অভিযোগ নতুন কিছুই নয়। বিগত যুগ যুগ ধরে সাধারন মানুষ পিষে আসছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির চাকায়। হয়ে আসছে প্রতিবাদ কিন্তু সেই প্রতিবাদ গুলি আজ শুধুই প্রতিকী মাত্র। অন্যদিকে মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবার গুলি বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সংঘাত ও সাথে কেন্দ্রীয় তদন্তকারী দলের একের পর এক বিস্ফোরক দূর্নীতির উন্মোচন দেখে স্তব্ধ।
যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত পরিবার গুলি তারাই আজ হারিয়েছে প্রতিবাদের ভাষা। কারন মুখ খুললেই হয়তো হতে হবে বরুন বিশ্বাস। বা জীবনে নেমে আসবে আইনি জটিলতা। তাই মানুষ এখন চুপ করে সব দেখে, ভয় পায় প্রতিবাদ করতে।
কেন্দ্রীয় তদন্তকারী দলের হাতে একের পর এক গ্রেফতার হচ্ছেন রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। কয়লা পাচার, গরু পাচার, শিক্ষা দপ্তরের পরে এবার রেশন বন্টন দূর্নীতি। সব ক্ষেত্রেই রাজ্যের প্রভাবশালী নেতা বা মন্ত্রীরা গ্রেফতার হয়েছেন। চলছে দায় ঠেলাঠেলির খেলা। এর মধ্যেই মানুষের মধ্যে নতুন করে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিষের মূল্য বৃদ্ধির দায় কেন্দ্রীয় সরকারের ওপর চাপিয়ে পিয়াজের মালা পড়ে মিছিল করে অভিনব প্রতিবাদ জানালেন হুগলী চুঁচুড়ার তৃনমুল বিধায়ক অসিত মজুমদার। বুকে প্ল্যাকার্ড লাগিয়ে স্থানীয় তৃনমুল কংগ্রেস কর্মীদের নিয়ে গোটা চুঁচুড়া শহর প্রদক্ষীন করেন। আপনাদের জন্য রইলো সেই অভিনব প্রতিবাদী মিছিলের ও বিধায়ক অসিত মজুমদারের বক্তব্যের ভিডিও।