বাঘমুন্ডিতে নিজেই প্রচারে বের হলেন কলকাতার একশো নয় ওয়ার্ড কাউন্সিলার অনন্যা ব্যানার্জী।নিজে বাড়িতে বাড়িতে গিয়ে বাসিন্দাদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শুনলেন। মুখ্যমন্ত্রীর সব প্রকল্পের কথা জানালেন তাদের।বললেন এই প্রকল্পের সুযোগ এবং সুবিধা কিভাবে পাওয়া যায়।

অনন্যা ব্যানার্জী জানালেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প বাংলাতে মানুষের সুবিধা এবং সুযোগ এনে দিয়েছে। যার মধ্যে লক্ষীর ভান্ডার এক অসাধারন।তাই আমার অনুরোধ তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। এদিন কলকাতার একশো নয় নং ওয়ার্ড কাউন্সিলার জানান আমাদের কাজ মানুষের পাশে থেকে মানুষের সেবা করা। আমাদের মুখ্যমন্ত্রী মানুষের কথা ভাবেন।তাই আমি এখানে এসেছি আপনাদের কাছে।

এদিন কলকাতার একশো নয় নং ওয়ার্ড কাউন্সিলার জানান তৃণমূল কংগ্রেস সাধারন মানুষের দল। তাই আমরা ভালোভাবে বুঝি মানুষের কষ্ট। অনন্যা ব্যানার্জী জানান বিজেপী এবং সিপিএম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা এবং অপপ্রচার করে পঞ্চায়েত নির্বাচনে জীততে চাইছে যেটা কোনদিন হবে না। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে।