পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত বড় পলসন এক নম্বর অঞ্চলের সারগাছি গ্রাম পরিদর্শন এলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম । পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় ভোটের সময় ভোট দিতে না দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে ।
অভিযোগ আক্রান্ত হয়েছিলেন সিপিআইএম প্রার্থী সহ সমর্থকরা । সেই ঘটনার পরেই রবিবার এলাকা পরিদর্শন করলেন মোঃ সেলিম । পাশাপাশি আক্রান্ত এবং তাদের পরিবার ও কর্মীদের সঙ্গে কথা বললেন ।
যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে উনি মিথ্যা কথা বলছেন আমাদের কর্মী অর্থাৎ তৃণমূল কর্মী শেখ শামসুর রহমানের মাথা ফাটিয়ে দিয়েছে বলে জানালেন বড় পলাশন এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনঞ্জয় গুপ্ত। সিপিএমের পক্ষ থেকে পরিদর্শনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মোঃ সেলিম, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আভাস চৌধুরী, পূর্ব বর্ধমান জেলার সম্পাদক সৈয়দ হোসেন, তাপস সরকার অপূর্ব চ্যাটার্জি তাপস বসু সহ আরো অনেকে।