কুশল দাশগুপ্ত : কোমর এবং পায়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী তাই আর কালবিলম্ব না করে তাকে নিয়ে কলকাতা রওয়ানা দিলেন তার আধিকারিকেরা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পাওয়া চোট নিয়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।
কিভাবে তিনি চোট পেলেন এবং বর্তমানে তিনি কেমন আছেন সেটা নিয়ে ফেসবুকে এবং এবং টুইটারে ঝড় বয়ে যায়। তিনি জানান তার চোট তেমন গুরুতর নয়।তিনি কলকাতা গিয়ে ডাক্তার দেখাবেন। তবে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী কোমড়ের চোটের জন্যই আর থাকতে রাজী হচ্ছিলেন না। এবং তিনি তার নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন বয়স বাড়ছে সমস্যা তৈরী হতেই পারে।

সামনেই পঞ্চায়েত নির্বাচন তাই নির্বাচনের আগে তিনি কোনভাবেই আর নিজের শরীরকে নিয়ে ছেলেখেলা করতে নারাজ। কিভাবে চোট পেলেন তিনি এটা নিয়েও তার আধিকারিকদের মধ্যে একটা কথা শুরু হয়ে গেছে। যদিও মুখ্যমন্ত্রী নিজে এই চোট নিয়ে ভাবতে একেবারেই চান না, তবুও সামনে নির্বাচনের আর একেবারেই দেরী নেই,তাই যতটা পারা যায় নিজেকে ফিট রাখতে চান তিনি।

বিশেষ বিমানে তিনি বাগডোগরা থেকে কলকাতা যাবার আগে সাংবাদিকদের জানান তিনি আরেকবার আসতে চেষ্টা করবেন নির্বাচনের আগে। যদিও সেটা কতটা সম্ভব হবে সেটা মুখ্যমন্ত্রী নিজেও হয়ত ভালোভাবেই জানেন। তবে তিনি জানান কলকাতা গিয়ে তিনি তার চিকিৎসা করাবেন।