আজ সকাল প্রায় ছটা চল্লিশ মিনিটে কলকাতা বাসীর ঘুম তখনও হয়তো ভাঙ্গেনি। তখনই আচমকা কেঁপে ওঠে কলকাতা ও আশেপাশের বিস্তীর্ণ এলাকা। শুধু দক্ষিণ বঙ্গে নয়, উত্তরবঙ্গে অনুভব হয়েছে প্রবল কম্পন। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়েন সাধারণ মানুষ। প্রায় এক মিনিট ধরে অনুভব হয় কম্পন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় প্রতিবেশী রাজ্য বিহারে ও ব্যাপক কম্পন অনুভব হয়েছে।
কলকাতা,উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে কম্পন অনুভূত হয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, দুই দিনাজপুরের মানুষ কম্পন অনুভব করতে পারেন। সকাল সকাল কি হলো তা বুঝতে না পেরে অনেকেই যে যার বাড়ি থেকে বেরিয়ে পড়েন।
সূত্র মারফত জানা গেছে ভারত সহ নেপাল, ভুটান, বাংলাদেশ, এমনকি চীন ও কেঁপে উঠেছে এই ভূমিকম্পে। কম্পন থেকে অনুমান করা যাচ্ছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা অনেকটা বেশি। জানা গেছে ভূমিকম্প সর্বপ্রথম নেপালে হয়। রিখটার স্কেলে মাত্রা ৭.১। নেপালি ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা স্পষ্ট নয়। তবে ভূমিকম্পে প্রবল ক্ষতির অভিজ্ঞতা সদ্য কাটি উঠেছে নেপাল। দশ বছর আগে অর্থাৎ ২০১৫ সালে ৭.৮ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। ধ্বংস হয়ে গিয়েছিল দেশের একটা বৃহৎ অংশ। কয়েক মিনিটের সেই কম্পনে প্রায় নয় হাজার মানুষের মৃত্যু হয়েছিল, কুড়ি হাজারেরও বেশি মানুষ আহত হয়েছিল। সেই সময়ই কলকাতা সব ভারতের বিস্তীর্ণ অঞ্চল এটা অনুভব করেছিল।