রাজ্যে আবারও বাড়বাড়ন্ত বেআইনি মদের কারবার। আগেও এই বেআইনি মদের বিষক্রিয়ায় শতাধিক মানুষ মারা গিয়েছেন। রাজ্য সরকার তার নর নড়েচড়ে বসে। কিন্তু তারপর থেকে কেটে গেছে বেশ কিছু বছর। সব কিছু ভুলে যাবার পরেই আবার শুরু সেই বেআইনি চোলাই মদের ব্যাবসা।
কি এই বেআইনি ঘরোয়া চোলাই ব্যাবসা? ভাত বা অন্য নানান ফল কে সিদ্ধ করে পচিয়ে তাতে নানা রকম কেমিক্যাল বা ঘুমের ওষুধ জাতীয় পদার্থ হাতে কলমে মেপে মিশিয়ে তৈরী করা হয় এই মদ। যা মাপের একটু এদিক ওদিক হলেই বিষক্রিয়া হবে এবং তাতে মৃত্যু পর্যন্ত হতে পারে।
ঠিক এই ধরনের ব্যাবসার বাড় বাড়ন্ত বনগাঁর হানিভাঙা গ্রামে। শহর থেকে দূরে, প্রত্যন্ত এই গ্রামে এই বেআইনি মদের ব্যাবসার সব থেকে ভয়াবহ দিক হল, এবার এদের অনান্যদের সাথে মূল টার্গেট হল বারো বছরের কিশোররা পর্যন্ত। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ কার্তিক বিশ্বাস নামে এক জনৈক ব্যাক্তি তার বাড়িথেকে এই বেআইনি মদের ব্যাবসা চালাচ্ছেন। গ্রামবাসীদের বার বার বারন করা সত্বেও বন্ধ করেননি সেই বেআইনি মদের ব্যাবসা। উল্টে গ্রামবাসীদের হুমকি দিচ্ছেন। পরবর্তীকালে গ্রামবাসীরা পুলিশ, বি ডি ও এবং এস ডি ও – কে লিখিত ভাবে অভিযোগ জানিয়েও কোন লাভহয়নি। প্রষাশন নির্বিকার হয়ে আছেন। বেআইনি মদে আসক্ত হয়ে বেশকিছু পরিবার অভাবগ্রস্থ হয়ে পড়ছেন।
এই সব কিছুর প্রতিবাদে বনগাঁর হানিভাঙা গ্রামের প্রায় শতাধিক বাসিন্দা বিক্ষোভ দেখান এবং বেআইনি মদ বিক্রেতার বাড়ির সামনেও বিক্ষোভ দেখান। কি বলছেন গ্রামবাসীরা? দেখুন ভিডিও