এই মুহূর্তে থমকে রয়েছে টলি পাড়া, ষ্টুডিও গুলি শুনশান, ভুতুড়ে পরিত্যাক্ত স্থান হয়ে রয়েছে।। বিগত কয়েকদিনে, আর্টিস্ট ফোরাম ও পরিচালক দের সংঘাত এর পরিনাম। আর্টিস্ট ফোরাম বা গিল্ড এর অনৈতিক ভাবে পরিচালকদের ওপর চাপ সৃষ্টি করা এবং নতুন পরিচালক রাহুল মুখার্জীর ওপর নিষেধজ্ঞা চালু করার পরেই শুরু হয় এই বিতর্ক।।
বাংলা সিনেমার বেহাল অবস্থার ওপরে এই বিতর্ক বাংলা সিনেমার ভবিষ্যৎ কে আরো অন্ধকারে নিয়ে যেতে পারে বলেই অনেকেই আশঙ্কা করছেন। অন্যদিকে নব্য প্রযোজক ও পরিচালক সবাই চেষ্টা করছেন বাংলা সিনেমার হাল ফিরিয়ে আনার। কিন্তু সেখানেও তো কম বিতর্ক হয়না!!!
কিছুদিন আগেই টলি পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিলো “আদর” এর প্রযোজক অংশুমান চ্যাটার্জির সাথে পরিচালক অংশুমান চক্রবর্তীর মধ্যে দূরত্ব বাড়ছিলো। সামাজিক মাধ্যমে বহু চৰ্চিত “আদর” কবে মুক্তি পাবে সে নিয়ে উঠেছিল প্রশ্ন।
তবে এখন মেঘলা আকাশের ফাঁকে শরতের সাদা মেঘের আনাগোনা, তাই সব গুঞ্জনের অবসান ঘটিয়ে প্রযোজক অংশুমান চাটার্জি ও পরিচালক অংশুমান চক্রবর্তী আবার একত্রিত হয়েছেন। দূরত্ব কমিয়ে খুব তাড়াতাড়ি “আদর” মুক্তি পেতে চলেছে বলেই সুত্রের খবর। তবে প্রযোজক আদর দিয়ে শুরু, এর পরেও এই A2 যুগলবন্দী আরো নতুন কিছু কাজের পরিকল্পনা করছেন বলেও শোনা যাচ্ছে