প্রায়শ্যই বলিউড অভিনেতা দের সম্পর্কে চাঞ্চল্য কর তথ্য সামনে আসে। কখনো অপরাধ চক্রের সাথে যোগাযোগ, কখনো নিষিদ্ধ মাদক সেবন আবার কখনো আর্থিক তছরুপ।
বলিউড এই দুই অভিনেতা কে, কে না চেনে। আলোকনাথ, যিনি ছোট পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন ঐতিহাসিক হিন্দি ধারাবাহিক বুনিয়াদ থেকে যা ভারতীয় বিনোদন জগতের এক মাইল ফলক হিসাবে রূপান্তরিত হয়েছে। তবে অভিনেতা আলোকনাথ কে গোটা বেশবাসী অনুসরণ করেন তার মানবিক ও বিবেকবান চেহারা ও চরিত্রের জন্য।
অন্যদিকে বলিউড অভিনেতা শ্রেয়াস তালপাড়ে কে গোটা দেশবাসী ও নেতিজেনরা চেনেন তার অসামান্য অভিনয় প্রতিভা দিয়ে।
কিন্তু এবার এই দুই অভিনেতার বিরুদ্ধেই হলো আইনি অভিযোগ। প্রায় সাড়ে ৯ কতটাকা তছরূপের সাথে জড়িত এই অভিযোগে।
ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে নেটিজেন দের মধ্যেও চাঞ্চল্য দেখা দিয়েছে। সুত্রের মাধ্যমে জানা যাচ্ছে, হরিয়ানার সোনিপথ এলাকায় একটি নির্মিয়মান বহুতল আবাসনের বিজ্ঞাপনে এই দুই বিখ্যাত অভিনেতা প্রচারকার্যে ছিলেন। অভিনেতা আলোকনাথ ও শ্রেয়াস তালপাড়ের অসংখ্য অনুগতরা এই দুই অভিনেতার মানবিক চরিত্রের ওপর ভরসা করেই আবাসনে তাঁদের কষ্টার্জিত জমানো টাকা বিনিয়োগ করেন কিন্তু তারপর থেকেই ওই আবাসনের নির্মাতারা বেপাত্তা হয়ে যান বিনিয়োগকারীদের প্রায় সাড়ে ৯ কোটি টাকা মূলধন নিয়ে।
FIR registered against 7 people, including actors Alok Nath and Shreyas Talpade, and members of a Credit Cooperative Society, at Gomti Nagar Police Station in Lucknow.
— Vicky Jaiswal (@vickypshiva) February 3, 2025
The FIR states that they duped 45 investors of Rs 9.12 Crores. pic.twitter.com/G8ypt9w5fJ
এর পরেই বিনিয়োগকারীরা গোমতি নগর থানায় এই দুই অভিনেতা সহ সকল নির্মাতাদের বিরুদ্ধে আইনি অভিযোগ করেন।