Home » বাকুঁড়া সাইবার ক্রাইম থানায় গ্রেফতার দুই প্রতারক।

বাকুঁড়া সাইবার ক্রাইম থানায় গ্রেফতার দুই প্রতারক।

প্রতিদিন সাইবার ক্রাইম বেড়েই চলেছে। ভূয়ো ব‍্যাঙ্ক প্রতিনিধি হয়ে ফোন করে ব‍্যাঙ্কের গ্রাহক দের থেকে নানান অছিলায় ওটিপি সহ যাবতীয় তথ‍্য হাসিল করে সব টাকা লুঠের ঘটনা এখন নতুন কিছু নয়। তবে যতই অভিনব কায়দায় এই সাইবার ক্রাইম বাড়ছে ততটাই সক্রিয়ভাবে সাইবার অপরাধ দমন করছে পশ্চিমবঙ্গের রাজ‍্য পুলিশ। এবার সেরকমই ঘটনা ঘটে গেল বাকুঁড়া জেলায়।

বাকুঁড়া সাইবার ক্রাইম থানায় গ্রেফতার দুই প্রতারক।

গত ৮ ই সেপ্টেম্বর ২০২২ তারিখে বাঁকুড়া থানার সাহানা পল্লীর বাসিন্দা বিজিত কুমার পাল (নাম পরিবর্তিত) তাঁর মোবাইল ফোনে একটি কল পান যেখানে তাঁকে ব্যাংক কর্মী পরিচয় দিয়ে প্রতারকরা তাঁর ব্যাংক একাউন্ট নম্বর, ATM card এর যাবতীয় তথ্য হাতিয়ে নেয়। সুজিত বাবু প্রতারকদের বেশ কয়েকটি OTP নাম্বার ভুলবশত দিয়ে ফেলেন। এরপর ৮ ও ৯ ই সেপ্টেম্বর তাঁর একাউন্ট থেকে প্রতারকরা মোট ৩,১৭,০০০/- টাকা সরিয়ে নেয়।

গত ৯ ই সেপ্টেম্বর ২০২২ তারিখ বাঁকুড়া সাইবার ক্রাইম থানায় তিনি এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। সাইবার ক্রাইম থানা তদন্তে নেমে দুই অপরাধীকে আসানসোল থেকে গ্রেপ্তার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!