বারানসী জাংশন | বেনারসের ধর্ম আর রাজনীতির অলীগলী জুড়ে বিস্তৃত কাহিনীর প্রেক্ষাপটে নির্মিত একটি রোমহর্ষক থ্রিলার। দ্রুত গতির এই কাহিনীর পরতে পরতে রয়েছে পশ্চাদ্ধাবনের টান টান উত্তেজনা ও আনাচে কানাচে বিপদমুখী মরণের ফাঁদ। ঘটনা’র সূত্রপাত একটি YouTube blog করা যুবকের অকস্মাৎ নিখোঁজ হওয়া মহিলা সাংবাদিকের শনাক্তকরন কেন্দ্র করে। সেই জটিল ঘটনার পিছু তাড়া করে সেই সাংবাদিক ভয়ানক বিপদের সম্মুখীন হয়। স্বেচ্ছায় অনুসন্ধানের সুত্র ধরে এই আঁধার জগতে পা রেখেই সে বুঝতে পারে যে, সে নিজেই ওই প্রাচীন শহরের এক ভয়াবহ দুষ্কৃতী চক্রের মারণ নিশানার কেন্দ্রবিন্দু। সে এও বুঝতে পারে যে তাঁর অজ্ঞাতসারেই প্রতিটি পদক্ষেপের নজরদারি করা হচ্ছে, এমন কি এই শহরে বিশ্বাসযোগ্য বলে তাঁর কেউ নেই। ক্রমে তাঁর সামনে ধর্মবান্ধব শহরে ঘোর অধর্মের কালো আঁধারে ভরসাযোগ্য সব দরজা একে একে বন্ধ হতে থাকে। সে কি চারিদিক থেকে ঘিরে ধরা বিপর্যয়ের ঘেরাটোপ থেকে বেরোতে পারবে ? শেষমেষ আঁধার জগতের ঘৃণ্য শক্তিগুলো কি পরাজিত হবে?
এই কৌতূহলের উত্তর মিলবে KLiKK এর আগামী web series- বারানসী জাংশন এ। পরিচালনায় অর্ণব রিঙ্গো ব্যানার্জি।
মুক্তি পাচ্ছে Klikk OTT তে আগামী মার্চ মাসে।
কাহিনী, চিত্রগ্রাহক, পরিচালক ও সম্পাদক- অর্ণব রিঙ্গো ব্যানার্জি
প্রযোজক: ঐন্দ্রীলা ব্যানার্জি ও রিং আ বেল ফিল্ম্স
সাউন্ড ডিজাইন– তীর্থংকর মজুমদার
গণমাধ্যম প্রচার – রানা বসু ঠাকুর
অভিনয়ে
অমৃতা চট্টোপাধ্যায়, জিতসুন্দর চক্রবর্তী, যুধাজিত সরকার, ঋদ্ধীষ চৌধুরী, কোরক সামন্ত, অভিজিৎ সেনগুপ্ত, অরূপ জাইগিরদার, মহম্মদ করীম, অগ্নীভ ব্যানার্জি প্রমুখ…
এই ওয়েব সিরিজের সব থেকে আকর্ষণীয় দুটি বিষয় হল – এই ওয়েব সিরিজ টি বারানসীতে শুটিং হয়েছে সম্পূর্ণ একটি মোবাইল ক্যামেরায় দৃশ্য ধারন করে এবং এই প্রথম অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় কে অপরাধ জগতের সাংবাদিকের চরিত্রে এই প্রথমবার দেখতে পাওয়া যাবে।
অর্ণব রিঙ্গো ব্যানার্জি (পরিচালক) আমাদের জানালেন ঃ
” ক্লিকের সাথে আমার প্রথম অ্যাডভেঞ্চারটি আসলে রোলার কোস্টার অ্যাডভেঞ্চারের চেয়ে কম কিছু নয়।
বারাণসী জংশন আমার জন্য জীবনের সেরা অভিজ্ঞতার একটি। আমি রাতে এবং ভোরের কুয়াশায় পবিত্র এবং সবচেয়ে রহস্যময় ঘাটগুলির শুটিং করতে পেরেছি। অমৃতা চট্টোপাধ্যায়, জিৎ সুন্দর চক্রবর্তী এবং অন্যান্য কলাকুশলীদের সাথে আমার অভিনেতাদের সাথে রোমহর্ষক দৃশ্যগুলি শুট করা আমার কাছে একটি অনবদ্য অভিজ্ঞতা। এটি একটি এজ-অফ-দ্য-সিট থ্রিলার যা আপনাকে শেষ অবধি রহস্যের বাঁধনে বেঁধে রাখবে।” দুর্দান্ত shoot করেছে. And Amrita Jit Korak has performed way beyond our expectations. Very racy thriller weaving religion politics and trafficking and a crime reporter with a YouTuber. Based on true rumours of real incidents that had happened in Varanasi