২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলা তদন্ত করতে গিয়ে NCB -র হাতে চলে আসে মুম্বাই জগতের আর এক দৃশ্য। যেখানে জানা যায় মুম্বাই সিনেমা জগতের প্রায় প্রত্যেকেই বেআইনি ভাবে নেশা করার জন্য ড্রাগ কেনেন এবং প্রয়োজনে অনেকেই আবার অন্যকে বিক্রিও করেন।
NCB এর পরেই এক এক করে বহু অভিনেতা / অভিনেত্রী দের বাড়ী তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার করেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠান। এদের মধ্যে ছিলেন অভিনেত্রী রাকুলপ্রীত, দীপিকা পাদুকোন ও শ্রদ্ধা কাপুরও।
একই ভাবেই বিখ্যাত কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হর্ষ লীম্বাচীয়ার কাছ থেকে আপত্তিকর পরিমানে নিষিদ্ধ মাদক পাওয়ার জন্য তাদের গ্রেফতার করা হয়। পরে তারা জামিনে মুক্ত হন। এই মুহুর্তে ভারতী সিং কপিল শর্মার সাথে একটি বিখ্যাত কমেডি শো তে কাজ করছেন। কিন্তু এবার তাদের সামনে নতুন বিপদ।
ANI সুত্রে জানা যাচ্ছে, আজ NCB, ভারতী সিং ও তার স্বামী হর্ষ লীম্বাচীয়ার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক রাখা ও ব্যবহারের জন্য কোর্টে ২০০ পাতার চার্জশিট জমা করেছে। খুব তাড়াতাড়ি সেই মামলার শুনানি হতে চলেছে।
Mumbai NCB files a 200-page chargesheet against comedian Bharti Singh and her husband Harsh Limbachiya before the court. They were arrested in 2020 in connection with a drugs case, they are currently out on bail: NCB (Narcotics Control Bureau)
— ANI (@ANI) October 29, 2022
News India Press is West Bengal's dedicated online news portal which offers the various genre of news, mainly news on India