সব কিছু বদলাচ্ছে ভীষন দ্রুত গতিতে। বদলাচ্ছে আমাদের বিনোদন জগতও। আর তার সাথে সাথেই বদলে যাচ্ছে বাংলা বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রী দের লাইফ স্টাইল। হাতে কোন কাজ থাক বা, না থাক। শিরোনামে থাকা চাই আর যদি সেটা বিতর্কিত হয় তাহলে তো কথাই নেই। তবে এই ঘরানা যিনি প্রথম চালু করেছিলেন তার নাম রাখী সাওয়ান্ত। যিনি শুধুমাত্র বিতর্কে থেকেই পাল্লা দিতেন মুম্বাইয়ের সব নাম করা অভিনেত্রীদের সাথে, যদিও সেই ধারা এখন বজায় রেখেছেন উরফি যাভেদ। কিন্তু পিছিয়ে নেই আমাদের বাংলাও।
ইদানিং কালে অভিনয়ের বাইরে ইনস্টাগ্রামে “রিলস্” বানিয়ে তাদের অনুগামীদের বা ভক্তদের কাছে দিবারাত্র থাকতে চান প্রথম সারিতে। তাই প্রতিদিন চলে নানা রকমের ফটো শুট বা ভিডিও শুট। এবার বাংলার ব্যাস্ততম অভিনেত্রী শুভশ্রী কে দেখা গেল একেবারেই অন্য রুপে বা ভঙ্গীমায়। শুভশ্রী তার ইনস্টাগ্রামে তেমনই কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে Metalic sea green শাড়ি ও Metalic pink ব্লাউজে দেখা যাচ্ছে। মানিয়েছেও বেশ। কিন্তু বাধ সাধলো ছবির পরিবেশ। যা হয়ে উঠলো ট্রোলের কারন।
কিছুদিন আগেই শুভশ্রী, তার স্বামী চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিনে তাকে জড়িয়ে ধরে গভীর চুম্বনরত অবস্থার একটি ছবি পোষ্ট করে বেশ কটাক্ষের শিকার হন। কারন কোথাও না কোথাও বঙ্গ সমাজ প্রকাশ্যে চুম্বন কে এখনো মেনে নিতে পারেনি।
এবার শুভশ্রী দেখা দিলেন একটি স্টিলের বাসনের দোকানে শাড়ি পড়ে পোজ দিতে। শাড়িতে তাকে অনবদ্য লাগলেও অনেকেই বাসনের পাহাড় দেখে কটাক্ষ করেছেন। কেউ বলেছেন বাসনওয়ালি, কেউ বলেছেন পুরোনা কাপড়ের বদলে পাতিল দেবেন শুভশ্রী। আপনাদের জন্য রইলো সেই ছবির লিঙ্ক।