সাম্প্রতিক আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নির্মম ঘটনা কে কেন্দ্র করে রাজ্য উত্তাল এই মুহূর্তে। সাথে গোটা দেশবাসী চাইছেন অভয়ার বিচার। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, বুদ্ধিজীবি, ক্রীড়াবিদ, সংগীত শিল্পী এমনকি ছোট শিশুর মুখেও এক দাবী we want justice.
একই সাথে “অভয়া”র বিচার চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নেতাদের মুখে – দাবী এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আসলে কলকাতার “অভয়া” কে কেন্দ্র করেই এখন নিজের নিজের আত্মচরিত্র তুলে ধরছেন জনগণের কাছে।
কয়েক দিন আগেই ছিলো ছাত্র সমাজের নবান্ন অভিযান। কলকাতার রাজ পথে সেই নিয়ে বাধলো ধুনধুমার কান্ড। ছাত্র-ছাত্রী দের মিছিল কে আটকাতে গিয়ে দায়িত্বশীল দুই পুলিশ অফিসার হারালেন দৃষ্টিশক্তি।
ছাত্র সমাজের মিছিল ও আক্রমণ কে সংযত করতে পুলিশ জল কামান ব্যবহার করেছিলেন। আর সেই জল কামানের সামনে বুক চিতিয়ে দাঁড়ালেন এক গেরুয়া ধারী সাধক। মুহূর্তে ভাইরাল হলো সেই দৃশ্য।।
মিডিয়ায় তখন ত্রাহি ত্রাহি রব, কে এই সাধক?? একাগ্র চিত্তের সাধন ভজন ছেড়ে নবান্ন অভিযানে ছাত্র দের থেকেও এগিয়ে সাদা দাড়ি গোঁফ নিয়ে গেরুয়া ধারণ করে কাঁধে জাতীয় পতাকা নিয়ে জল কামানের মুখোমুখি হয়ে বলছেন পুলিশ তুমি চুড়ি পরো।
মুহূর্তে ভাইরাল হয়েগেলেন সাধক বলরাম বসু। ইতিমধ্যেই তিনি এখন হয়েছেন গেরুয়া আইকন। রাতারাতি বসার সুযোগ পেয়েছেন একটি বিখ্যাত বেসরকারি টেলিভিশন চ্যানেলে। সমগ্র দেশবাসী কে সামাজিক মাধ্যমে তিনি আহ্বান জানিয়ে বলেছেন – এই আন্দোলন চালিয়ে যেতে।।
জেনে নেওয়া যাক সাধক “বলরাম বসু” আসল পরিচয়।
https://www.facebook.com/prabir.bose
সামাজিক মাধ্যমে একটি প্রোফাইল দেখা যাচ্ছে তার নানান ছবি, তিনি একজন বিয়ে বাড়ির বেশ খ্যাতনামা ফটোগ্রাফার। একটি টেলিফোনিক সাক্ষাৎকারে তিনি সে কথা স্বীকার করে বলেছেন তিনি ফোটোগ্রাফি শেখান। আবার অন্যদিকে তার প্রোফাইলে অনেকেই তার বিজেপি সদস্য পদের প্রমান ও পোস্ট করছেন। যেখানে তার আসল নাম প্রবীর বোস দেখা যাচ্ছে।
অর্থাৎ, ফটোগ্রাফার প্রবীর বোস আন্দোলনে অংশগ্রন করতে গিয়ে গেরুয়া ধারণ করে সাথে সাদা গোঁফ দাড়ি মিলিয়ে হিন্দু সাধক হবার সহানুভূতি কুড়িয়েছেন। বিচার চেয়েছেন নির্যাতিতার। কিন্তু তার প্রোফাইলে ট্যাগ করা রয়েছে ন্যুড ফটোগ্রাফির প্রশিক্ষণের বিজ্ঞাপন।।
আসলে, গেরুয়া ধারণ করলেই সবাই সাধক নন। সাদা গোঁফ দাড়ি আর গেরুয়া বসন পরে তিনি রাজনীতি করছেন।। অভয়ার বিচার চাইতে গিয়ে নিজেকে প্রতিস্থাপন করছেন।।