নতুন বছরের শুরুর সাথে সাথেই দ্যা ইন্ডিয়ান ক্রনিকেলস শুরু করলো শিশুদের নিয়ে একটি বিশেষ ফ্যাশন শো বা মডেলিং প্রতিযোগিতা Bengals next top kids model । যেখানে সাধারন শিশুদের পাশাপাশি অর্টিজমে আক্রান্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও। স্বাভাবিক ও সাধারণ শিশুদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভা জনসাধারণের সামনে তুলে ধরা ও তার সাথে বিনোদন ও বিজ্ঞাপন জগতে কাজ করতে পারার এটি একটি প্রচেষ্টা।
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2024/01/TOP-KIDS.jpg)
বিগত বছর থেকেই দ্যা ইন্ডিয়ান ক্রনিকেলস, সাধারণ শিশুদের সাথে সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কমার্শিয়াল শুটিংয়ের মাধ্যমে কলকাতার প্রায় ৬০০-র বেশী দুর্গা পুজো মন্ডপে ব্যানার ও হোর্ডিং এর মাধ্যমে তুলে ধরেছেন।
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-08-at-1.30.06-PM-1024x576.jpeg)
গতকাল ৭ই জানুয়ারি থেকেই শুরু হল এই অনুষ্ঠান। যদিও শিশুদের পাশাপাশি বড়দের জন্যও থাকছে ” তিলোত্তমা” যেখানে নবাগতা দের বিনোদন ও বিজ্ঞাপন জগত সম্পর্কে সম্যক ধারনার সাথে পরিচয় করিয়ে কেরিয়ার করতে সাহায্য করা হবে।
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2024/01/TILOTTAMA-NEW-social-media-POSTER-683x1024.jpg)
এই দুটি ক্ষেত্রেই গ্রুমিং এর প্রধান দায়িত্বে থাকছেন মডেলিং জগতের প্রখ্যাত মডেল সাইনি সরকার ( মিসেস ইন্ডিয়া ২০২১ এর দ্বিতীয় বিজয়ী ) এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ অনুশীলন করাবেন সুস্মিতা দেবনাথ ( Miss and Mrs India style diva 2023 )।
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2024/01/SAINI.jpg)
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-08-at-3.58.15-PM-683x1024.jpeg)
অনুষ্ঠানের মূলপর্বে বিচারকের আসনে থাকবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটোগ্রাফার, ফ্যাশন ডিজাইনার ও বাংলা বিনোদন জগতের মহারথীরা যা বেশ চমক লাগানোর মতো। তবে এ বিষয়ে এখুনি মুখ খুলতে রাজি হননি আয়োজকরা।